Welcome to Prachurja.com
                
                প্রাইজবন্ড আপনার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।
                "প্রাচুর্য ডট কম" হলো একটি অটোমেটেড প্রাইজবন্ড চেকিং সিস্টেম।
                
            
অব্যবহৃত একাউন্ট ডিলিট করুন।
                আমরা দেখেছি যে অনেক ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট খুলেছেন, হয়তো ভিন্ন ইমেইল বা মোবাইল নম্বর ব্যবহার করে। কেউ হয়তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এবং রিকভার না করে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন। এখন তারা একটি অ্যাকাউন্ট রেখে বাকিগুলো মুছে ফেলতে চান।
                অ্যাডমিনের মাধ্যমে অ্যাকাউন্ট ডিলিট করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই, আমরা এমন একটি ব্যবস্থা চালু করেছি যেখানে আপনি নিজেই আপনার অতিরিক্ত অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারবেন।
                
                আমরাও চাই যে আপনি একটি একক অ্যাকাউন্ট ব্যবহার করুন। আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে চেক করে নিন যে কোন অ্যাকাউন্টে সেগুলো যুক্ত আছে। এরপর, মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস যাচাই (Verify) করে খুব সহজেই অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে পারবেন।
                
                তবে কোন পেইড একাউন্ট ডিলিট করা যাবে না।
            
- 
                                    
পাসওয়ার্ড ভূলে গেলে ফরগট পাসওয়ার্ড করুন ।
 - 
                                    
পূর্বে একাউন্ট করা না থাকলে রেজিস্টার করুন।
 - 
                                    
পূর্বে একাউন্ট করা থাকলে লগইন করুন ।
 
                                
                                    হেল্প লাইনঃ
                                
                                
                               
                                
                                Whatsapp