
প্রথম পুরস্কার পেয়েও তুলতে ব্যর্থ হলেন যেসব সৌভাগ্যবান বিজয়ীরা।
প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, অনেকেরই এই স্বপ্নের দরজা খুললেও বসতে পারেন না। কারণ? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু সত্যি, অনেকেই প্রথম পুরস্কার জিতে নেওয়ার পরও তা তুলতে ব্যর্থ হন।
আমরা প্রায়ই শুনি, "সৌভাগ্যবানেরাই লটারিতে জেতে"। কিন্তু প্রাইজবন্ডের ক্ষেত্রে সৌভাগ্য থাকলেই চলবে না, সতর্কতাও প্রয়োজন। অনেকেই প্রথম পুরস্কার জেতার পরেও শুধুমাত্র ড্র মিলিয়ে না দেখার কারণে সেই পুরস্কারের অধিকার হারিয়ে ফেলেন।
এমন অনেক গল্প শোনা যায়, যেখানে একজন ব্যক্তি প্রাইজবন্ড কেনেন, আশাবাদী হয়ে অপেক্ষা করেন, এবং অবশেষে জানতে পারেন যে তিনি প্রথম পুরস্কারের বিজয়ী! কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি সময়মতো ড্র চেক না করার কারণে ৬ লাখ টাকার পুরস্কার হারিয়ে বসেন।
আমরা বিশ্বাস করি, যারা পুরস্কার জেতার পরও তুলতে পারেননি, তারা আন লাকী নন। প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য শুধুমাত্র পুরস্কার জেতা নয়, বরং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। আমরা জানি, অনেক সময় ব্যস্ততার মাঝে ড্র চেক করা মিস হয়ে যেতে পারে।
যা বিশ্বাস করতে না পারলেও সত্যি! এমন কিছু দৃষ্টান্ত:
আমরা আমাদের গ্রাহকদের (গোপনীয়তা রক্ষা করে) একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করছি, যারা বিভিন্ন ড্র-এ প্রথম পুরস্কার জিতেছিলেন কিন্তু বিভিন্ন কারণে সময়মতো পুরস্কারটি তুলতে পারেননি। তারা যখন প্রাচুর্য ডট কমে তাদের প্রাইজবন্ডের নাম্বর এন্ট্রি করেছিলেন, তখন পুরস্কার নেওয়ার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল।
আমরা আশা করি, এই তালিকা সকলকে সচেতন করবে। প্রাইজবন্ড কিনলে নিয়মিত ড্র চেক করা জরুরি। কারণ, আপনি হতে পারেন পরবর্তী লক্ষপতি।"
কেন এমন হয়?
• ড্র ফলাফল চেক করার দেরি: আজকাল সবকিছুই অনলাইনে। কিন্তু অনেকেই হয়ত নিয়মিত ড্র ফলাফল চেক করতে ভুলে যান, বা অন্য কোনো কারণে দেরি হয়ে যায়।
• প্রাইজবন্ড হারিয়ে ফেলা: অনেক সময় প্রাইজবন্ড কোথাও হারিয়ে যায়, ফলে ড্র ফলাফল মিলিয়ে দেখার সুযোগই মেলে না।
• পুরস্কার তোলার সময়সীমা: প্রতিটি প্রাইজবন্ডের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যার মধ্যে পুরস্কার তুলতে হয়। এই সময়সীমা পার হয়ে গেলে পুরস্কার আর পাওয়া যায় না।
কীভাবে এড়ানো যায় এই সমস্যা?
• নিয়মিত ড্র ফলাফল চেক করুন: প্রতিটি ড্রর পর অবশ্যই আপনার প্রাইজবন্ডের নাম্বর মিলিয়ে দেখুন।
• প্রাইজবন্ড নিরাপদে রাখুন: প্রাইজবন্ড হারিয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
• পুরস্কার তোলার সময়সীমা মনে রাখুন: ড্র ফলাফল জানার পর অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কার তুলুন।
Latest Blog
আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার...
৩০ জানুয়ারী ২০২৫ ১,৪২৮
না, একজনের প্রাইজবন্ডের নাম্বার দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তা...
২৫ মে ২০২৪ ২,৭২৮
বাণিজ্যিক ব্যাংকগুলোকে আপনি এবং আমার মতো সাধারণ গ্রাহক হিসেবে কল্পনা করুন। যেমন আমরা প্রাইজবন্ড কেনা...
২৬ মে ২০২৪ ২,৫০৮
আপনার কাছে অলস টাকা পড়ে আছে, এবং ব্যাংকে রেখে সুদ খেতে চাইছেন না। তাহলে এই টাকা প্রাইজবন্ডে বিনিয়ো...
২২ মে ২০২৪ ২,৬০০
দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...
০২ আগষ্ট ২০২৪ ৯,৫৬৪
জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। দুটি বন্ড মিলে একটি ম...
২০ মে ২০২৫ ৭৭২
১১৮তম প্রাইজবন্ড ড্র ২রা ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
০২ জানুয়ারী ২০২৫ ৬৫,৫০২
প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...
১৫ জানুয়ারী ২০২৫ ১,৬৪৬
১০০০ পিস প্রাইজবন্ড কিনেও পুরস্কার না পাওয়া হতাশাজনক হলেও এটি বাস্তব। তি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে...
০৬ জুন ২০২৪ ৩,৬৪৯