১১৯ তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী ০২৬৪২৫৫
৩০শে এপ্রিল, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ১১৯তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই ড্রয়ে প্রথমবারের মতো "ঘঘ" নামক নতুন একটি সিরিজ যুক্ত করা হয়েছে। এই নতুন সিরিজ যুক্ত হওয়ায় বর্তমানে প্রাইজবন্ডের মোট সিরিজের সংখ্যা দাঁড়িয়েছে ৮২টিতে।
প্রতিটি সিরিজের জন্য বরাবরের মতো এবারও একটি প্রথম, একটি দ্বিতীয়, দুইটি তৃতীয়, দুইটি চতুর্থ এবং ৪০টি পঞ্চম পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ, যেহেতু প্রতিটি সিরিজে একটি করে প্রথম পুরস্কার রয়েছে, তাই এবারের ড্রয়ে মোট ৮২ জন ভাগ্যবান প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন। একটি সিরিজের ৪৬টি পুরস্কারের মোট অর্থমূল্য ১৬ লক্ষ ২৫ হাজার টাকা। সেই হিসেবে, ৮২টি সিরিজের মোট পুরস্কারের অর্থমূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে, নিয়ম অনুযায়ী, পুরস্কারের এই অর্থের উপর ২০% হারে আয়কর কর্তন করা হবে।
প্রাইজবন্ড জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় উপকরণ হলেও এর ক্রয়-বিক্রয়, ড্রয়ের আয়োজন এবং পুরস্কার বিতরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। মূলত, সরকার জনগণের কাছ থেকে প্রাইজবন্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে এবং এই অর্থ জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করে। এর বিনিময়ে সাধারণ জনগণ প্রতি তিন মাস অন্তর লটারির মাধ্যমে ভাগ্য পরিবর্তনের সুযোগ লাভ করে।
দেশের অসংখ্য মানুষ প্রতি তিন মাস অন্তর প্রাইজবন্ডের ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, হয়তো তাদের একটি নম্বরই এনে দেবে সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার। পুরস্কার জেতার আনন্দ সত্যিই অন্যরকম।
যাদের কাছে অব্যবহৃত অর্থ রয়েছে, তাদের জন্য প্রাইজবন্ডে বিনিয়োগ একটি বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে। এটি একদিকে যেমন নিরাপদ সঞ্চয় নিশ্চিত করে, তেমনি অপ্রত্যাশিতভাবে আর্থিক পুরস্কার লাভের সুযোগও তৈরি করে। তবে, যারা নিয়মিত বিনিয়োগের মাধ্যমে আরও বেশি মুনাফা অর্জনের লক্ষ্য রাখেন, তাদের জন্য প্রাইজবন্ড সম্ভবত তেমন আকর্ষণীয় বিকল্প নয়।
এইবারের ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী নম্বরটি হলো ০২৬৪২৫৫।
Latest Blog
বাংলাদেশের প্রথম প্রাইজবন্ড ১৯৭৪ সালে ১০ ও ৫০ টাকা মূল্যমানে চালু হয়। ১৯৯৫ সালে ১০০ টাকা মূল্যের প্র...
০৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৪৮
প্রাইজবন্ড হলো একটি সঞ্চয় প্রকল্প, যেখানে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় অন্তর লটারির মাধ্যমে পুরস্ক...
২৭ জুলাই ২০২৪ ৩,৫৭৪
১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন! আমাদের প্রত্যাশ...
৩১ জুলাই ২০২৫ ৩৩৪,২৭২
প্রাইজবন্ডে বিনিয়োগে কিছু ঝুঁকি থাকলেও এটি একেবারে ঝুঁকিমুক্ত বলা যায় না। মূলধন সুরক্ষার দিক থেকে...
২০ আগষ্ট ২০২৪ ৩,১৫২
একটি প্রচলিত ভুল ধারণা যে প্রতিটি ড্রয়ের পর পুরানো প্রাইজবন্ড অকার্যকর হয়ে যায় এবং নতুন প্রাইজবন্...
২১ অক্টোবর ২০২৪ ৩,৭৩০
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ৩,২০০
সারাজীবন কষ্ট করে হয়ত কিছু টাকা জমিয়েছেন। কিন্তু কোথায় টাকা খাটাবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ যে কো...
১৬ মে ২০২৪ ৪,৮৩৫
আসন্ন ১১৬তম ড্র থেকে, যারা বিজয়ী হবেন না তাদেরকেও আমরা ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে।
০২ জুলাই ২০২৪ ৪,০৭৪
একজন প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনজন দ্বিতীয় পুরস্কার, একজন তৃতীয় পুরস্কার, দুইজন চতুর্থ পু...
০১ আগষ্ট ২০২৪ ১৮,৮৭৩








