
জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:
আমরা জোড়া বন্ডের সুবিধা নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি। আজ আমরা জোড়া বন্ডের অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত কথা বলব।
যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের সুবিধার জন্য প্রথমে সংক্ষেপে বলে দিই জোড়া বন্ড কী?
সহজ কথায়, জোড়া বন্ড হলো একই নম্বরের দুটি ভিন্ন সিরিজের প্রাইজবন্ড। যেমন, আপনার কাছে যদি 'কক ০৩৩৮২৯১' এবং 'খফ ০৩৩৮২৯১' নম্বরের দুটি প্রাইজবন্ড থাকে, তাহলে এগুলোকে জোড়া বন্ড বলা হবে। এদের নম্বর এক হলেও সিরিজের অক্ষর (যেমন, 'কক' ও 'খফ') আলাদা।
প্রাইজবন্ডের ড্র একটি একক ও সাধারণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। এর অর্থ হলো, যখন একটি নির্দিষ্ট নম্বর (যেমন, '০৩৩৮২৯১') বিজয়ী হয়, তখন বর্তমানে প্রচলিত ৮২টি সিরিজের সবকটিতেই এই নম্বরটি বিজয়ী হিসেবে গণ্য হয়।
অর্থাৎ, যদি কোনো একটি নির্দিষ্ট নম্বর পুরস্কার জেতে এবং আপনার কাছে সেই একই নম্বরের ৩টি জোড়া বন্ড থাকে, তাহলে সেই তিনটি বন্ডই একই সাথে বিজয়ী হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি '০৩৩৮২৯১' নম্বরের ৩টি ভিন্ন সিরিজের ৩টি বন্ড থাকে, তাহলে আপনি একই সাথে ৩টি পুরস্কার পাবেন।
জোড়া বন্ডের তিনটি প্রধান অসুবিধা
১. পুরস্কার জেতার সম্ভাবনা কমে যাওয়া:
জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। এর কারণ হলো, ড্রয়ের সময় আপনার দুটি আলাদা বন্ডের নম্বরকে একটি একক নম্বর হিসেবে ধরা হয়। যদি আপনার কাছে দুটি ভিন্ন নম্বরের বন্ড থাকে, তাহলে আপনার জেতার দুটি আলাদা সুযোগ থাকে। কিন্তু জোড়া বন্ডের ক্ষেত্রে, আপনার দুটি বন্ড মিলে একটি মাত্র সুযোগ তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই জেতার সম্ভাবনা অর্ধেক কমে যায়।
আবার, যদি আপনি পুরস্কার জেতেন, তাহলে দ্বিগুণ পুরস্কার পাবেন। এটি অনেকটা 'হাই রিস্ক, হাই গেইন' নীতির মতো, যেখানে ঝুঁকি বেশি নিলে প্রাপ্তিও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
২. সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ:
জোড়া বন্ডের দ্বিতীয় বড় অসুবিধা হলো এটি সংগ্রহ করা। অন্যের সাথে বন্ড অদলবদল করা বা ব্যাংক থেকে কিনে জোড়া মেলানো একটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। অনেক সময় জোড়া বন্ডের জন্য মেসেজ পাঠিয়েও উত্তর পাওয়া যায় না, যা বেশ বিরক্তিকর। এই কাজটা সত্যিই অনেক ঝামেলার এবং কঠিন পরিশ্রমের। আমার পরিচিত অনেকেই আছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে এই জোড়া বন্ড সংগ্রহ করেন। তাদের এই প্রচেষ্টা দেখলে বোঝা যায়, এটি কতটা ধৈর্যের কাজ।
৩. সংগ্রহের নেশা:
জোড়া বন্ড সংগ্রহের সবচেয়ে বড় অসুবিধা হলো এর নেশায় আসক্ত হয়ে পড়া। এই নেশাটা বেশ মারাত্মক। পুরনো কয়েন বা ডাকটিকিট জমানোর নেশার মতোই একবার ধরলে সহজে ছাড়া কঠিন। যারা এই নেশায় পড়েছেন, তারা এর তীব্র আকর্ষণ ভালো করেই বোঝেন। তবে, বাজে কোনো নেশার চেয়ে এই নেশা তো অনেক ভালো, কী বলেন? এই নেশার কারণে যদিও কিছু বাড়তি ঝামেলা পোহাতে হয়, কিন্তু এর একটা নিজস্ব ভালো লাগা আছে যা অনেকেই উপভোগ করেন।
শেষ কথা
প্রাইজবন্ডের ড্র পুরোপুরিই ভাগ্যের উপর নির্ভরশীল। কারো ভাগ্য একবার ভালো হলে সবসময় ভালো নাও হতে পারে। তাই আমরা বলতে চাই, যদি ভাগ্য সহায় হয়, তবে একবারই হোক – একবারে দশটা পুরস্কার লাগুক! বারবার লাগার দরকার নেই।
আপনার কি জোড়া বন্ড নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যা আপনি শেয়ার করতে চান?
Latest Blog
প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে...
২৯ জানুয়ারী ২০২৫ ৩,৮৯৯
প্রাইজবন্ডে বিনিয়োগে কিছু ঝুঁকি থাকলেও এটি একেবারে ঝুঁকিমুক্ত বলা যায় না। মূলধন সুরক্ষার দিক থেকে...
২০ আগষ্ট ২০২৪ ২,১৩৯
মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়া অন্য কোন ঝুঁকি নাই প্রাইজবন্ডে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সমর্থিত হওয়ায়...
২৪ জুন ২০২৪ ২,০৪৯
সাইফ উদ্দীন রাজা, প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪ত...
০৩ জুন ২০২৪ ৪,৯৪৭
প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।
০৮ জুন ২০২৫ ১,০৯৭
বর্তমান অ্যাপের উন্নত সংস্করণ নিয়ে কাজ চলছে, যেখানে আরও আধুনিক ফিচার ও উন্নত পারফরম্যান্স যুক্ত থাকব...
৩১ অক্টোবর ২০২৪ ১,৭১৫
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ২,৬২২
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...
০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০,৬৪৮
আসন্ন ১১৬তম ড্র থেকে, যারা বিজয়ী হবেন না তাদেরকেও আমরা ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে।
০২ জুলাই ২০২৪ ২,৭৯২