
৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গত ২৮শে আগস্ট ছিল প্রাচুর্য ডট কমের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপনের জন্য আমরা একটি তাৎক্ষণিক পরিকল্পনা করি। আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের অফিসেই 'থাউজ্যান্ডস ক্লাব'-এর সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র একটি দিন পালন করা নয়, বরং আমাদের সদস্যদের সাথে সরাসরি মিলিত হয়ে একটি সম্পর্ক তৈরি করা।
পরিকল্পনা অনুযায়ী আমরা সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু শুরুতেই একটি সমস্যার মুখোমুখি হই। বেশিরভাগ সদস্যকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কারও ফোন বন্ধ ছিল, আবার কারও ফোন ব্যস্ত। কেউ ধরলেও যাতায়াতের কারণে কথা বলা সম্ভব হচ্ছিল না। একজনের সাথে কথা বলতে গিয়ে আমাদের সময় চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে, আমরা বুঝতে পারলাম যে এই পদ্ধতিতে সবাইকে দাওয়াত দেওয়া যাবে না।
তাই আমরা যোগাযোগ পদ্ধতি বদলে সবাইকে হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠাই। যেহেতু এটি ছিল হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত, তাই আমরা বুঝতে পারছিলাম যে সব সদস্যের পক্ষে উপস্থিত থাকা সম্ভব হবে না।
প্রাইজবন্ড সংগ্রাহকদের মিলনমেলাঃ
যাদের পক্ষে আসা সম্ভব হয়েছে, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা সবাই মিলে একটি সুন্দর সময় কাটিয়েছি। কেক কাটার পর আমরা একে অপরের সাথে গল্প করি। এই আয়োজনটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না। এটি ছিল প্রাইজবন্ড নিয়ে আলোচনার একটি সুযোগ। সদস্যরা তাদের অভিজ্ঞতা এবং প্রাইজবন্ড সংগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এই ইভেন্টের একটি বড় প্রাপ্তি ছিল সদস্যদের মধ্যে একটি নতুন সংযোগ তৈরি হওয়া। তারা একে অপরের সাথে পরিচিত হয়েছেন এবং একটি নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পেয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
প্রাইজবন্ড সংগ্রাহকদের এই কমিউনিটিটি ছোট। আমরা বিশ্বাস করি যে এই কমিউনিটির মধ্যেই একটি সম্পর্ক তৈরি করা সম্ভব। আমরা এই সম্পর্ককে আরও মজবুত করতে চাই। এই বছরের আয়োজন থেকে আমরা শিখলাম যে, এমন অনুষ্ঠানে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। তাই, আমরা এখন থেকেই আগামী বছরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য পরিকল্পনা শুরু করেছি। আমাদের আশা, আগামী বছর আমরা আরও বড় পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারব। আমাদের প্রত্যাশা, 'থাউজ্যান্ডস ক্লাব'-এর সকল সদস্য সেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
Latest Blog
না, একজনের প্রাইজবন্ডের নাম্বার দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তা...
২৫ মে ২০২৪ ৩,২৮৭
দেখতে দেখতে আমরা সাত বছর পার করে অষ্টম বছরে পা রাখছি। আমাদের পথচলার শুরুটা ছিল দেশের একটি নির্দিষ্ট...
২২ আগষ্ট ২০২৫ ৩,১৭৯
প্রাইজবন্ডে সরাসরি লভ্যাংশের হার নির্ধারিত নেই। বাংলাদেশের প্রাইজবন্ড ছোট ও মাঝারি আয়ের লোকেদের জন্...
১৯ মে ২০২৪ ৩,০৭৯
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...
০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১,৪৮০
প্রাইজবন্ডে কোনো নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দেওয়া হয় না, বরং লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থ...
০২ জুন ২০২৫ ১,০৪০
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাচুর্য ডট কম-এর থাউজ্যান্ডস ক্লাবের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান...
২৯ আগষ্ট ২০২৫ ৪০৮
১২০তম প্রাইজবন্ডের ড্র ৩১শে জুলাই ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এটি ৮২টি সিরিজের মধ্যেই পরিচালিত হ...
০১ জুন ২০২৫ ৮,৮৮১
একটি নাম্বার একবার বিজয়ী হওয়ার পর কিভাবে আবার বিজয়ী হয়? পরের ড্রতে অংশগ্রহণ করতে না পারলে তো আর...
২৯ মে ২০২৪ ২,৮৬৪
প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...
১৩ মে ২০২৪ ৩,৫০৭