
বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার জিতেছেন। এই বিশাল সাফল্যে আমরা গর্বিত এবং সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন।
বিজয়ীদের তালিকাঃ
প্রথম পুরস্কার: আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে এই ড্র-তে তিনজন সদস্য স্বপ্নের প্রথম পুরস্কার জিতেছেন। তারা হলেন
⭕ আবদুল মাবুদ বিন আবদুল জব্বার
⭕ রফিক আহমেদ এবং
⭕ নজরুল ইসলাম
তারা প্রত্যেকেই প্রাইজমানি হিসাবে পাবেন ৬ লাখ টাকা।
দ্বিতীয় পুরস্কার: চারজন ভাগ্যবান সদস্য দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন। এই বিজয়ীরা হলেন
⭕ জুলেখা কবির বিউটি
⭕ ইঞ্জিনিয়ার আশোক কুমার
⭕ সুমন মিত্র এবং
⭕ ইব্রাহীম সরদার
দ্বিতীয় পুরস্কার বিজয়ী প্রত্যেকেই পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজমানি।
আমাদের এই প্রাপ্তি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। প্রাচুর্য ডট কম পরিবারের পক্ষ থেকে সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! আপনাদের এই জয় আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে।
যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। পরের ড্র-এর জন্য আপনাদের জন্য রইল অফুরন্ত শুভকামনা। আশা করি, আগামীতে আপনারাও বিজয়ীদের তালিকায় নিজেদের নাম দেখতে পাবেন!
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলোঃ

আমরা কী করি বা কী সার্ভিস দেই
আমরা মূলত প্রাইজবন্ড চেকিংয়ের সার্ভিস দিয়ে থাকি। আপনার প্রাইজবন্ডগুলোর নম্বর আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করে রাখলে আমরা সেই নম্বরগুলো গত ২২ বছরের সকল ড্র রেজাল্টের সাথে মিলিয়ে দেখি। কোন নম্বর বিজয়ী হলে আমরা আপনাকে জানিয়ে দিই।
ভবিষ্যতে যখনই নতুন কোন ড্র রেজাল্ট প্রকাশিত হবে, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে লগইন করার প্রয়োজন হবে না। তবে আপনি চাইলে লগইন করে আপনার ড্যাশবোর্ড থেকে নম্বরগুলোর অবস্থা দেখে নিতে পারেন।
আমাদের সার্ভিসের বিশেষত্ব
আমাদের এই সার্ভিসের কিছু বিশেষ দিক নিচে তুলে ধরা হলো:
⭕ দীর্ঘ অভিজ্ঞতা: আমরা সাত বছরের বেশি সময় ধরে এই সার্ভিস দিয়ে আসছি।
⭕ আজীবন মেয়াদ: আমাদের কোন মাসিক বা বার্ষিক চার্জ নেই। একবার পেমেন্ট করলে আপনি সারা জীবনের জন্য আমাদের এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।
⭕ প্যাকেজ আপগ্রেড: যদি আপনি একটি ছোট প্যাকেজ নিয়ে থাকেন এবং পরে আপনার কাছে আরও কিছু প্রাইজবন্ড যুক্ত হয়, তবে নতুন প্যাকেজ না কিনে আপনি শুধু কিছু বাড়তি টাকা দিয়ে আপনার বর্তমান প্যাকেজটি আপগ্রেড করে নিতে পারবেন।
⭕ তাৎক্ষণিক নোটিফিকেশন: আপনার প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানতে পারবেন।
⭕ ড্র নোটিফিকেশন: প্রাইজবন্ড বিজয়ী না হলেও প্রতিটি ড্র শেষ হওয়ার পর আপনি ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
⭕ জোড়া বন্ড: এই কমিউনিটির সদস্যদের সাথে যোগাযোগ করে আপনি জোড়া বন্ড মিলিয়ে নিতে পারবেন।
⭕ মিস ফায়ার: আমাদের 'মিস ফায়ার' অপশন থেকে আপনি জানতে পারবেন কোন নম্বর কোন একটি ডিজিটের জন্য বিজয়ী হতে পারেনি।
মোটকথা, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সেই পুরস্কারটি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যেকোনো উপায়ে আপনার কাছে সেই খবর পৌঁছে দেব।
Latest Blog
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ২,৬৩৩
প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...
১৫ জানুয়ারী ২০২৫ ১,৬৪৬
সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...
০৮ মে ২০২৪ ৫,৯৯৬
একজন প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনজন দ্বিতীয় পুরস্কার, একজন তৃতীয় পুরস্কার, দুইজন চতুর্থ পু...
০১ আগষ্ট ২০২৪ ১৬,২৪৪
আসন্ন ১১৬তম ড্র থেকে, যারা বিজয়ী হবেন না তাদেরকেও আমরা ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে।
০২ জুলাই ২০২৪ ২,৭৯৭
৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নাম্বারটি হলো গ...
০২ নভেম্বর ২০২৪ ১৮,৪৫১
আপনার কাছে যদি ১৯৯৫, ২০০০, ২০০২ সালের পুরাতন প্রাইজবন্ড থাকে, হতাশ হবেন না! অনেকেই ভাবতে পারেন এত পু...
১৩ মে ২০২৪ ৩,৮৮৬
প্রাইজবন্ড কিনতে সাধারণত কোনো কাগজপত্র লাগে না, নগদ টাকায় কেনা যায়। বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি...
২৯ মে ২০২৫ ৯৫৭
প্রাইজবন্ডের কোটি কোটি টাকার পুরস্কার অদাবি হয়ে যাওয়ার ফলে প্রাইজবন্ডের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব...
০৮ জুলাই ২০২৪ ৩,১৫১