
প্রিমিয়াম নাম্বারের প্রাইজবন্ড চেকিং: নতুন ফিচার সংযোজন!
আমাদের নিয়মিত সার্ভিস আপডেটের ধারাবাহিকতায়, এবার নিয়ে এসেছি একটি অত্যন্ত আকর্ষণীয় নতুন ফিচার: প্রিমিয়াম নাম্বারের বন্ড চেকিং সুবিধা। এই ফিচারের মাধ্যমে আমাদের প্রাইজবন্ড প্রেমী গ্রাহকরা তাদের সংগৃহীত বন্ডগুলোর মধ্যে থেকে প্রিমিয়াম নাম্বারগুলো খুব সহজে ও দ্রুত চিহ্নিত করতে পারবেন। এই নতুন ফিচারটি প্রাইজবন্ড সংগ্রহের শখকে আরও আনন্দময় করে তুলবে।
☀️ প্রিমিয়াম নাম্বার বলতে কী বোঝানো হয়েছে?
প্রিমিয়াম নাম্বার বলতে আমরা এমন বন্ড নাম্বারকে বুঝি, যেখানে শূন্য (০) বাদে অন্য যেকোনো একটি মাত্র অঙ্ক (যেমন ১, ২, ৩, ..., ৯) একবার বা একাধিকবার ব্যবহৃত হবে। তবে, এই অঙ্কগুলো যদি একাধিকবার ব্যবহৃত হয়, তাহলে সেগুলোকে অবশ্যই পাশাপাশি সাজানো থাকতে হবে।
উদাহরণ:
✅ ০০০০৯৯৯: এটি একটি প্রিমিয়াম নাম্বার। এখানে '৯' অঙ্কটি তিনবার পাশাপাশি বসেছে।
❌ ০০৯৯০০৯: এটি প্রিমিয়াম নাম্বার নয়। এখানে '৯' অঙ্কটি একাধিকবার ব্যবহৃত হলেও, তারা পাশাপাশি নেই।
এই ধরনের বন্ড নাম্বারগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয় এবং সহজে মনে রাখা যায়। আর এ কারণেই এদেরকে 'প্রিমিয়াম' নাম্বার বলা হয়। যদিও গাণিতিক সম্ভাব্যতার (Probability) বিচারে এই ধরনের নাম্বারে পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবুও প্রাইজবন্ডপ্রেমীরা শখের বশে এগুলো সংগ্রহ করতে ভালোবাসেন। এটি অনেকটা পুরোনো মুদ্রা বা বিভিন্ন দেশের টাকার নোট সংগ্রহ করার মতো একটি শখ।
⌛️ কেন এই ফিচারটি গুরুত্বপূর্ণ?
প্রাইজবন্ড প্রেমী অসংখ্য গ্রাহক আছেন, যারা তাদের সংগ্রহে এমন বিশেষ নাম্বার রাখতে চান। কিন্তু ম্যানুয়ালি বা হাতে-কলমে হাজার হাজার বন্ডের মধ্যে থেকে এই ধরনের নাম্বার খুঁজে বের করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ক্লান্তিকর একটি কাজ। আমাদের এই নতুন ফিচারটি গ্রাহকের এই কষ্ট লাঘব করবে। এখন থেকে একজন গ্রাহক তার প্রোফাইলে তার সংগৃহীত বন্ডগুলোর তালিকা দেখলেই এক ঝলকে প্রিমিয়াম নাম্বারগুলো চিহ্নিত করতে পারবেন। এর ফলে প্রাইজবন্ড সংগ্রহের শখটি আরও সহজ ও উপভোগ্য হবে। যদিও এই ফিচারটি হয়তো সকল গ্রাহকের জন্য সমানভাবে আগ্রহের বিষয় হবে না, তবে যারা প্রাইজবন্ডের ব্যতিক্রমী সংগ্রহ গড়ে তুলতে চান, তাদের জন্য এটি একটি অমূল্য সংযোজন।
✨ এই ফিচারের পেছনের গল্প (অনুপ্রেরণা)?
এই ফিচারের আইডিয়াটি আমাদের মাথায় এসেছিল প্রাইজবন্ড জগতের এক নিবেদিতপ্রাণ সংগ্রাহক, জনাব কাজল কুমার মজুমদার-এর একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি একবার তার ফেসবুক ওয়ালে কিছু সুন্দর ও ব্যতিক্রমী নাম্বারের প্রাইজবন্ডের ছবি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি দেখে আমরা উপলব্ধি করি, অনেক মানুষই অনেক কষ্ট করে এই ধরনের নাম্বার খুঁজে বের করেন। তখন আমাদের মাথায় আসে একটি দারুণ সমাধান: আমরা যদি একটি প্রোগ্রামিং লজিক তৈরি করে স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের প্রিমিয়াম নাম্বার চিহ্নিত করতে পারি এবং গ্রাহকদের প্রোফাইলে তা প্রদর্শন করতে পারি, তাহলে কাজটি তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আমাদের বেশ কিছু সময় লেগেছে। প্রিমিয়াম নাম্বারের সুনির্দিষ্ট একটি ফর্মুলা তৈরি করা, সেটিকে প্রোগ্রামিং কোডে রূপান্তর করা, এবং গ্রাহকের প্রোফাইলে তা প্রদর্শনের জন্য উপযুক্ত একটি ইন্টারফেস ডিজাইন করা - এই পুরো প্রক্রিয়ায় আমাদের দল নিরলসভাবে কাজ করেছে। একটি নতুন ফিচার তৈরির পেছনে আইডিয়া থেকে শুরু করে লঞ্চ পর্যন্ত যে সময়, শ্রম এবং অর্থ ব্যয় হয়, তা প্রায়শই গ্রাহকের চোখ এড়িয়ে যায়।
✈️ আপনার আইডিয়াতেই হবে আমাদের নতুন ফিচার!
আমাদের গ্রাহকদের আগ্রহ এবং চাহিদার উপর নির্ভর করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসি। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহকদের মতামত এবং আইডিয়া আমাদের সার্ভিসের মান উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের নতুন নতুন আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের দেওয়া আইডিয়াগুলোর মধ্যে অনেকগুলোকেই আমরা বাস্তবে রূপ দিতে পারব বলে আশা রাখি। আমরা সব সময় আপনাদের জন্য আরও উন্নত এবং কার্যকর সার্ভিস নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।
Latest Blog
বাংলাদেশের প্রাইজবন্ড ঢাকার গাজীপুরে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড (এসপিসিব...
২৮ মে ২০২৪ ২,৪৮৩
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই দুর্বল। দেশকে পুনর্নির্মাণের জন্য সরকারকে জনগণে...
২৬ মে ২০২৪ ২,৩৯৩
শ্রোতাদের কথা: আমরা আমাদের গ্রাহকদের মতামতকে মূল্য দিই! ফেসবুক, ইউটিউব, গুগল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম...
২৮ অক্টোবর ২০২১ ৩,৩৫৯
একটি নাম্বার একবার বিজয়ী হওয়ার পর কিভাবে আবার বিজয়ী হয়? পরের ড্রতে অংশগ্রহণ করতে না পারলে তো আর...
২৯ মে ২০২৪ ২,৮৬৪
আধুনিক প্রাইজবন্ডের প্রথম ড্র যুক্তরাজ্যে ১৯৫৭ সালের ১লা জুন অনুষ্ঠিত হয়, আবার বাংলাদেশে ১৯৭৪ সালের...
০১ জুন ২০২৫ ১,৫৪৪
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ৩,২০৩
১১৬তম প্রাইজবন্ড ড্রতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকার ধামরাইয়ে জন্ম নেওয়া এক সাধারণ যুবক ফিরো...
০৩ আগষ্ট ২০২৪ ৫,২৫১
প্রাইজবন্ডে বড় পুরস্কার জেতার সম্ভাবনা থাকলেও লাভের নিশ্চয়তা নেই। অন্যদিকে, সঞ্চয়পত্রে নিশ্চিত মু...
২১ আগষ্ট ২০২৫ ৫৫৯
মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়া অন্য কোন ঝুঁকি নাই প্রাইজবন্ডে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সমর্থিত হওয়ায়...
২৪ জুন ২০২৪ ২,৬৫৪