প্রথম পুরস্কার পেয়েও তুলতে ব্যর্থ হলেন যেসব সৌভাগ্যবান বিজয়ীরা।
প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, অনেকেরই এই স্বপ্নের দরজা খুললেও বসতে পারেন না। কারণ? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু সত্যি, অনেকেই প্রথম পুরস্কার জিতে নেওয়ার পরও তা তুলতে ব্যর্থ হন।
আমরা প্রায়ই শুনি, "সৌভাগ্যবানেরাই লাটারিতে জেতে"। কিন্তু প্রাইজবন্ডের ক্ষেত্রে সৌভাগ্য থাকলেই চলবে না, সতর্কতাও প্রয়োজন। অনেকেই প্রথম পুরস্কার জেতার পরেও শুধুমাত্র ড্র মিলিয়ে না দেখার কারণে সেই পুরস্কারের অধিকার হারিয়ে ফেলেন।
এমন অনেক গল্প শোনা যায়, যেখানে একজন ব্যক্তি প্রাইজবন্ড কেনেন, আশাবাদী হয়ে অপেক্ষা করেন, এবং অবশেষে জানতে পারেন যে তিনি প্রথম পুরস্কারের বিজয়ী! কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি সময়মতো ড্র চেক না করার কারণে ৬ লাখ টাকার পুরস্কার হারিয়ে বসেন।
আমরা বিশ্বাস করি, যারা পুরস্কার জেতার পরও তুলতে পারেননি, তারা আন লাকী নন। প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য শুধুমাত্র পুরস্কার জেতা নয়, বরং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। আমরা জানি, অনেক সময় ব্যস্ততার মাঝে ড্র চেক করা মিস হয়ে যেতে পারে।
যা বিশ্বাস করতে না পারলেও সত্যি! এমন কিছু দৃষ্টান্ত:
আমরা আমাদের গ্রাহকদের (গোপনীয়তা রক্ষা করে) একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করছি, যারা বিভিন্ন ড্র-এ প্রথম পুরস্কার জিতেছিলেন কিন্তু বিভিন্ন কারণে সময়মতো পুরস্কারটি তুলতে পারেননি। তারা যখন প্রাচুর্য ডট কমে তাদের প্রাইজবন্ডের নাম্বর এন্ট্রি করেছিলেন, তখন পুরস্কার নেওয়ার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল।
আমরা আশা করি, এই তালিকা সকলকে সচেতন করবে। প্রাইজবন্ড কিনলে নিয়মিত ড্র চেক করা জরুরি। কারণ, আপনি হতে পারেন পরবর্তী লক্ষপতি।"
কেন এমন হয়?
• ড্র ফলাফল চেক করার দেরি: আজকাল সবকিছুই অনলাইনে। কিন্তু অনেকেই হয়তো নিয়মিত ড্র ফলাফল চেক করতে ভুলে যান, বা অন্য কোনো কারণে দেরি হয়ে যায়।
• প্রাইজবন্ড হারিয়ে ফেলা: অনেক সময় প্রাইজবন্ড কোথাও হারিয়ে যায়, ফলে ড্র ফলাফল মিলিয়ে দেখার সুযোগই মেলে না।
• পুরস্কার তোলার সময়সীমা: প্রতিটি প্রাইজবন্ডের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যার মধ্যে পুরস্কার তুলতে হয়। এই সময়সীমা পার হয়ে গেলে পুরস্কার আর পাওয়া যায় না।
কীভাবে এড়ানো যায় এই সমস্যা?
• নিয়মিত ড্র ফলাফল চেক করুন: প্রতিটি ড্রর পর অবশ্যই আপনার প্রাইজবন্ডের নাম্বর মিলিয়ে দেখুন।
• প্রাইজবন্ড নিরাপদে রাখুন: প্রাইজবন্ড হারিয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
• পুরস্কার তোলার সময়সীমা মনে রাখুন: ড্র ফলাফল জানার পর অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কার তুলুন।
Latest Blog
দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...
০২ আগষ্ট ২০২৪ ৭,১৭৭
আমাদের সবার স্বপ্ন একটাই—৬ লাখ টাকার প্রথম পুরস্কার জেতা আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাইজবন...
১৯ নভেম্বর ২০২৪ ৯৭
বর্তমান অ্যাপের উন্নত সংস্করণ নিয়ে কাজ চলছে, যেখানে আরও আধুনিক ফিচার ও উন্নত পারফরম্যান্স যুক্ত থাকব...
৩১ অক্টোবর ২০২৪ ১৫১
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ৭৬৪
১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...
১৭ মে ২০২৪ ১,৩০৬
শুধু যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নাম্বার দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা...
০৯ নভেম্বর ২০২৪ ৩০৯
প্রাইজবন্ডে বিনিয়োগে কিছু ঝুঁকি থাকলেও এটি একেবারে ঝুঁকিমুক্ত বলা যায় না। মূলধন সুরক্ষার দিক থেকে...
২০ আগষ্ট ২০২৪ ৪৯০
সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...
০৮ মে ২০২৪ ১,৬৭৭
সাইফ উদ্দীন রাজা, প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪ত...
০৩ জুন ২০২৪ ২,৮১২