পরিসেবার প্রাইভেসি পলিসি

প্রাচুর্য্য.কম ব্যবহার করার জন্য
গাইড লাইন

prize bond
ভেরিফাইড ই-মেইল এ্যাড্রেস বলতে বুঝায় ই-মেইল এ্যাড্রেসটি সঠিক এবং ইহা আপনিই ব্যবহার করছেন, অন্য কেহ নয় তার প্রমাণ।
প্রাচুর্য্য.কম এর ওয়েব সাইটে (ইউজার নেম হিসাবে আপনার ই-মেইল/মোবাইল নং এবং পাসওয়ার্ড) দিয়ে লগইন করলে আপনার ড্যাশবোর্ডে ই-মেইল এ্যাড্রেস ভেরিফাই করার আপশন দেখাবে। Verify Now বাটনে ক্লিক করলে আপনার দেয়া ই-মেইলে একটি কোড যাবে, কোডটি কপি করে ড্যাশবোর্ডে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিয়ে Confirm বাটনে ক্লিক করলেই ই-মেইল ভেরিফাই হয়ে যাবে।
গ্রাহকের কোন নাম্বার বিজয়ী হলে সেই তথ্য গ্রাহককে পৌছে দেবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাহকের সাথে আমাদের যোগাযোগ করতে হতে পারে। যোগাযোগের অন্যতম মাধ্যম হল ই-মেইল। কিন্তু সেই ই-মেইল এ্যাড্রেস যদি ভূল থাকে বা বানান ঠিক না থাকে তাহলে কোন জরুরী তথ্য গ্রাহকের কাছে পৌছানো সম্ভব হবে না। সেজন্যই ই-মেইল এ্যাড্রেস ভেরিফিকেশন জরুরী। ই-মেইল ভেরিফাই অর্থ হলো আপনার দেয়া এ্যাড্রেসটি সম্পূর্ণ ঠিক আছে।
ই-মেইল ভেরিফিকেশন কোড না পাইলে নিম্নের কয়েকটি স্টেপ ফলো করুন:

(১) ই-মেইল এ্যাড্রেসের বানান ঠিক আছে কিনা ভালো ভাবে চেক করুন।
(২) জাঙ্ক ফোল্ডার চেক করুন, অনেক সময় কোন কোন ই-মেইল জাঙ্ক ফোল্ডারে চলে যেতে পারে।
(৩) ভিন্ন কোন ই-মেইল এ্যাড্রেস ব্যবহার করুন।

প্রাচুর্য্য.কম এই ওয়েব সাইটে লগইন করলে মাই ড্যাশবোর্ডে Add Prize Bond বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে প্রাইজবন্ড এন্ট্রি ফরম ওপেন হবে। এখানে একটি একটি করে অথবা নাম্বারগুলি সিরিয়ালে থাকলে একসঙ্গে সর্বোচ্চ ১০০টি নাম্বার এন্ট্রি করা যাবে। তবে উভয় ক্ষেত্রেই ইংরেজি অক্ষরে প্রাইজবন্ডের নাম্বার বসাতে হবে।
  • সিঙ্গেল নাম্বার এন্ট্রিঃ প্রাইজবন্ডের নাম্বার গুলি যদি এক সিরিয়ালে না থাকে তখন এই অপশন ব্যবহার করতে হয়।
  • মাল্টিপল নাম্বার এন্ট্রিঃ প্রাইজবন্ডের নাম্বার গুলি যদি সিরিয়ালে থাকে তখন এই অপশন ব্যবহার করতে হয়।
প্রাইজবন্ডের নাম্বার ডিলিট করা খুবই সহজ
প্রাইজবন্ডের নাম্বার ডিলিট করার জন্য মাই ড্যাশ বোর্ডে "Prize Bonds" ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে প্রাইজবন্ডের বামে চেক বক্সে টিক মার্ক দিয়ে "Delete" বাটনে ক্লিক করতে হবে।
প্রোফাইল আপডেট কত পার্সেন্ট পূরুণ থাকা জরুরী? আমাদের সিস্টেম ব্যবহার করার জন্য বা বেশী সংখ্যক প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করার জন্য কিছু নীতিমাল বা রেগুলেশান আছে, যেগুলো নিচে বর্ণনা করা হলঃ
(১) রেজিষ্ট্রেশন করলেই বা ৩৬% প্রোফাইল পূরুণ থাকলে ২০টি প্রাইজবন্ড এন্ট্রি করা যাবে।
(২) ২৩টি’র বেশী এন্ট্রি করতে চাইলে Home District বা নিজ জেলার নাম লেখা থাকতে হবে।
(৩) ২৬টি’র বেশী এন্ট্রি করতে চাইলে জন্ম তারিখ লেখা থাকতে হবে।
(৪) ২৯টি’র বেশী এন্ট্রি করতে চাইলে জেন্ডার অপশন পূরুণ থাকতে হবে।
(৫) ৩২টি’র বেশী এন্ট্রি করতে চাইলে মোবাইল ফোন নাম্বার ভেরিফাই করা থাকতে হবে।
ভেরিফাইড মোবাইল নাম্বার বলতে বুঝায়, মোবাইল নাম্বারটি সঠিক এবং ইহা আপনিই ব্যবহার করছেন, অন্য কেহ নয় ইহা তার প্রমাণ।
বিরক্তিকর এস এম এস আসার জন্য আমরা অনেক সময় কিছু নাম্বার ব্লক করে রাখি।
  • এই সব ব্লক করা নাম্বারকে আনব্লক করে নিন।
  • পুনরায় ভেরিফিকেশন কোডের জন্য রিকোয়েস্ট পাঠান।
পাসওয়ার্ড ভূলে গেলে রিকভারী করতে চাইলে আপনি এই এ্যাকাউন্টসের মালিক কিনা সেটা নিশ্চিত হবার জন্য আপনার দেয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। উত্তর সঠিক হলে পাসওয়ার্ড রিকোভারী করতে পারবেন। এক্ষেত্রে আমাদের পরামর্শ এমন প্রশ্ন সিলেক্ট করতে হবে যেন উত্তর ভূল হবার সম্ভাবনা না থাকে। যেমন পিতার নাম।
Forget Password এ ক্লিক করলে আপনার ই-মেইল এ্যাড্রেসে একটি লিংক যাবে। ঐ লিংকে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
যেহেতু এই ওয়েব সাইটটি শুধুমাত্র বাংলাদেশী নাগরিকের উপকার্থে তৈরী করা হয়েছে। সেজন্য রেজিস্টেশন করার সময় শুধুমাত্র ১১ ডিজিটের বাংলাদেশী ফোন নাম্বার ব্যবহার করা যাবে। অন্য কোন দেশের ফোন নাম্বার ব্যবহার করা যাবে না। নাম্বারের শুরুতে +৮৮ ব্যবহার করার প্রয়োজন নাই, এই ওয়েব সাইটে বাই ডিফল্ট +৮৮ সংযুক্ত করে দেয়া আছে।
বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিস থেকে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড কেনা ও ভাঙানো যায়।
ইসলামী শরিয়াভিত্তিতে পরিচালিত ব্যাংক ছাড়া অন্য যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকে কেনা যায়।
প্রাইজবন্ড লটারির মতো হলেও কিন্তু লটারি না। লটারির ক্ষেত্রে একবার ”ড্র” হয়ে গেলে ঐটার মেয়াদ চলে যায় এবং টিকেটের মূল্যও থাকেনা। লটারিতে জয়ী না হলে পুরো টাকাটাই লস। এদিকে প্রাইজবন্ড এর ”ড্র” হয়ে যাওয়ার পরও এর মেয়াদ শেষ হয়না। পরবর্তী ”ড্র” এর সময়ও এর মেয়াদ থাকে। অর্থাৎ প্রাইজবন্ডের মেয়াদ শেষ হয়না। আর সবচেয়ে মজার বিষয় হল প্রাইজবন্ড এর কয়েকবার ”ড্র” হওয়ার পরও, চাইলে সেগুলো ভাঙ্গিয়ে আবার টাকা নিয়ে আসা যায়।
আমাদের সার্ভিস চার্জ এককালীন। প্রতি বছর কোন প্রকার রিনিউ করার প্রয়োজন নাই। সুতরাং প্রাইজবন্ড এন্ট্রি করার পর সবকিছু ভুলে যান, প্রয়োজনে আমরা আপনাকে স্মরন করে দিবো। থাকুন টেনশন ফ্রী।
প্যাকেজ আপগ্রেড সিস্টেম হলো ছোট একটা প্যাকেজ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে বড় প্যাকেজে কনভার্ট করা। প্যাকেজ আপগ্রেড করার সময় স্বয়ংক্রিয়ভাবে নতুন প্যাকেজের মূল্য থেকে পূর্ববর্তী প্যাকেজের মূল্য বাদ দিয়ে সমন্বয় করা হয়।

উদাহরনঃ আপনি প্রথমে ১০০ টাকার সাধারণ প্যাকেজ কিনেছেন, আরো নতুন কিছু প্রাইজবন্ড ক্রয় করাতে সাধারন প্যাকেজের লিমিট পার হয়ে যাচ্ছে। তখন ৩০০ টাকার ব্রোঞ্জ কেনার সিন্ধান্ত নিলেন। প্যাকেজ আপগ্রেড সিস্টেম এখানেই কাজ করবে। প্যাকেজ আপগ্রেড অপশনে গিয়ে (৩০০-১০০) = ২০০ টাকা পেমেন্ট করলেই, আপনার সাধারণ প্যাকেজটি ব্রোঞ্জ প্যাকেজে কনভার্ট হয়ে যাবে।
হ্যাঁ। আমাদের মোবাইল অ্যাপস আছে। খুব রিসেন্টলি জানুয়ারী ২০২৩ সালে পাবলিশ করা হয়েছে। Only Android Version Available. গুগল প্লে স্টোরে গিয়ে Prachurja.com বা Prachurja নামে সার্চ দিলে চলে আসবে। , আমাদের মোবাইল অ্যাপসের লিঙ্ক
সর্ব সাধারণের জন্য আমাদের বেসিক সার্ভিসের আওতায় ৭টি প্রাইজবন্ড ফ্রী'তে এন্ট্রি করা যায়। ৭টির বেশী হলে সার্ভিস চার্জ প্রযোজ্য হয়। এখন কথা হল কোন প্যাকেজ সাবস্ক্রাইব করার পর ফ্রী প্যাকেজটির কি হয়?
কোন একটি প্যাকেজ সাবস্ক্রাইব করার পর ফ্রী প্যাকেজের আর অস্তিত্ব থাকে না। অর্থাৎ প্যাকেজ ডিজাইন করার সময় ফ্রী প্যাকেজের ৭টি বিভিন্ন প্যাকেজের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
উদাহরণ সব্রুপঃ
মিনি প্যাকেজঃ(৭+৮)=১৫টি
অতি সাধারণ প্যাকেজঃ(৭+২৮)=৩৫টি
সাধারণ প্যাকেজঃ(৭+৫৩)=৬০টি
ব্রোঞ্জ প্যাকেজঃ (৭+৯৩)=১০০টি

আমাদের গোপনীয় নীতি সমুহঃ

ভুমিকাঃ

আমাদের পরিষেবা ব্যবহারের জন্য ধন্যবাদ ("প্রাচুর্য্য (prachurja) ")। আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে, আপনি এই শর্তাদিতে সম্মতি দিচ্ছেন। দয়া করে সতর্কভাবে সেগুলি পড়ুন।
আমাদের পরিষেবা ভীষণই বিচিত্র। প্রাসঙ্গিক পরিষেবার মধ্যে অতিরিক্ত শর্তাদি উপলব্ধ হবে, এবং আপনি যদি এই পরিষেবা ব্যবহার করেন এই অতিরিক্ত শর্তাদি আমাদের কাছে আপনার চুক্তির অংশ হবে।
আমাদের পরিষেবা ব্যবহার হচ্ছে পরিষেবাতে আপনার জন্য উপলব্ধ যে কোনো নীতি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে।

পরিষেবার অপব্যবহার না করাঃ

আমাদের পরিষেবার অপব্যবহার করবেন না। উদাহরণস্বরূপ, আমাদের পরিষেবাতে হস্তক্ষেপ করবেন না অথবা আমাদের প্রদান করা ইন্টারফেস এবং নির্দেশাবলী ছাড়া কোনো পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তাদের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বলবত আইন এবং নিয়ম দ্বারা অনুমোদিত আমাদের পরিষেবা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি আমাদের শর্তাদি অথবা নীতি মেনে না চলেন অথবা আমরা যদি সন্দেহজনিত অসদাচরণের আপার ওপর তদন্ত করে, আপনার পরিষেবা প্রদান স্থগিত অথবা বন্ধ করতে পারি৷
আমাদের পরিষেবার মধ্যে কোনো মেধা সম্পত্তির অধিকার অথবা যে বিষয়বস্তু আপনি অ্যাক্সেস করছেন আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে আপনি তার মালিকানা পাবেন না। যতক্ষণ না আপনি স্বত্বাধিকারীর কাছে মঞ্জুরি পাচ্ছেন অথবা অন্যথায় আইন দ্বারা অনুমোদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের পরিষেবা থেকে বিষয়বস্তু ব্যবহার করতে পারবেন না। এই শর্তাদি আপনাকে আমাদের পরিষেবাতে ব্যবহৃত কোনো ব্র্যান্ড অথবা লোগো ব্যবহারের অধিকারের অনুমোদন দেয় না। আমাদের পরিষেবার সঙ্গে প্রকাশিত থাকা কোনো আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনি সরাবেন না, গোপন করবেন না, অথবা পরিবর্তন করবেন না।

আমাদের পরিষেবার বৈশিস্টঃ

প্রাচুর্য্য (prachurja ) নয় এরকম কিছু বিষয়বস্তু আমাদের পরিষেবা প্রদর্শন করে। এই বিষয়বস্তুটি একমাত্র স্বতন্ত্র সত্তা জনিত দায়িত্ব যা এটিকে উপলব্ধ করে। এটি অবৈধ অথবা আমাদের নীতি লঙ্ঘন করছে কিনা সেটি নির্ধারণ করতে আমরা বিষয়বস্তু পর্যালোচনা করতে পারি, এবং যে বিষয়বস্তু আমাদের নীতি অথবা আইন ন্যায্যভাবে লঙ্ঘন করে বলে আমাদের বিশ্বাস আছে সেই বিষয়বস্তু প্রকাশকে আমরা সরাতে অথবা প্রত্যাখ্যান করতে পারি৷ এটির আবশ্যিক অর্থ এই নয় যে আমরা বিষয়বস্তু পর্যালোচনা করি, সেইজন্য আমরা সেটি করব দয়া করে তা অনুমান করবেন না।
আপনার পরিষেবা ব্যবহারের সংযোগের মধ্যে, আমরা আপনার পরিষেবার ঘোষণা, প্রশাসনিক বার্তা, এবং অন্য তথ্য পাঠাতে পারি। আপনি কিছু যোগাযোগকে অনির্বাচন করতে পারেন।

আপনার অ্যাকাউন্ট

আমাদের কিছু পরিষেবা ব্যবহারের জন্য আপনার একটি অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে। আপনি নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা কারো প্রতিনিধি হয় একটি অ্যাকাউন্ট আপনি যদি ব্যবহার করে থাকেন, বিভিন্ন অথবা অতিরিক্ত শর্তাদি প্রয়োগ করা হতে পারে।
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে, আপনার পাসওয়ার্ড গোপন রাখুন। আপনার অ্যাকাউন্টে বা এর মাধ্যমে যেকোনো রকম কার্যকলাপ জন্য আপনি দায়ী। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশানগুলি দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না। আপনি যদি আপনার পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার সম্পর্কে কিছু জানতে পারেন, তাহলে এই নির্দেশিকা অনুসরণ করুন।

গোপনীয়তা এবং কপিরাইট সুরক্ষা

যখন আপনি আমাদের পরিষেবা ব্যবহার করবেন তখন আমরা কীভাবে আপনার ব্যক্তিগত ডেটা এবং আপনার গোপনীয়তা রক্ষা করবে তা আমাদের গোপনীয়তা নীতি সেটি ব্যাখ্যা করে। আমাদের গোপনীয়তা নীতি অনুযায়ী আমাদের পরিষেবা ব্যবহারের মাধ্যমে, আমাদের যে কিছু ডেটা ব্যবহার করতে পারে আপনি তাতে সম্মতি দিচ্ছেন।আমাদের পরিষেবার মধ্যে আপনার বিষয়বস্তু আছে
আমাদের কিছু পরিষেবা আপনার সামগ্রী আপলোড করা এবং সঞ্চয় করার মঞ্জুরি দেয়। আপনার সামগ্রীতে থাকা কোনো মেধা সম্পত্তি অধিকারের মালিকানা আপনি বজায় রাখবেন। সংক্ষেপে, আপনার সঙ্গে যা জড়িত তা আপনারই থাকবে।
আমাদের সিস্টেম-এ প্রাইজ বন্ড যোগ করে, আপনি আমাদের অনুমতি দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ফলাফলের সাথে আপনার প্রাইজবন্ডগুলোর চেক করার।
আমরা প্রাইজ বন্ড বিক্রি অথবা ড্র'র ফলাফল প্রকাশের কর্তৃপক্ষ নয়। আমরা আপনার পক্ষ থেকে শুধু মাত্র ফলাফল চেক করে থাকি।
আমরা সবসময় আমাদের পরিষেবাগুলি পরিবর্তন এবং আরও উন্নত করার চেষ্টা করছি৷ আমরা ক্রিয়াকলাপ অথবা বৈশিষ্ট্য যুক্ত করতে অথবা সরাতে পারি, এবং আমরা একসঙ্গে কোনো পরিষেবা স্থগিত অথবা বন্ধ করতে পারি।
আপনি যে কোনো সময়ে আমাদের পরিষেবা ব্যবহার করা বন্ধ করতে পারেন, যদিও আপনাকে যেতে দেখলে আমরা ব্যথিত হব। আমরাও আপনার পরিষেবা বন্ধ করতে পারবো, অথবা যুক্ত করতে ও আমাদের পরিষেবায় যে কোনো সময়ে নতুন সীমা তৈরি করতে পারবো।
আমাদের বিশ্বাস আছে আপনার নিজের ডেটার ওপর মালিকানা আছে এবং কিছু ডেটার ক্ষেত্রে আপনার অ্যাক্সেস সংরক্ষণ করেছেন। আপনি যদি কোনো পরিষেবা বন্ধ করেন, যেখানে যুক্তিসংগতভাবে সম্ভাব্য, আমরা আপনাকে ন্যায্য অগ্রিম সূচনা পাঠাব এবং এই পরিষেবার বাইরে তথ্য পাওয়ার সুযোগ দেব।
প্রাচুর্য্য(prachurja ) সরবরাহকারী এবং বিতরকদের যখন আইনের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে, প্রফিট হারানো, রেভেনিউ ডেটা অথবা আর্থিক ক্ষতি অথবা বিশেষ, আনুষঙ্গিক, দৃষ্টান্তমূলক, অথবা শাস্তিমূলক খেসারতের জন্য দায়ী থাকবে না।
সব ক্ষেত্রে, কারণবশত পূর্বপরিজ্ঞেয় নয় এরকম কোনো ক্ষতি অথবা লোকসানের জন্য প্রাচুর্য্য (prachurja ), এবং এর সরবরাহকারীরা দায়ী হবে না
কিছু দেশের মধ্যে আমরা শনাক্ত করি, একজন ক্রেতা হিসেবে আপনার আইনগত অধিকার আছে৷ আপনি যদি ব্যক্তিগত ক্ষেত্রে এই পরিষেবাটি ব্যবহার করে থাকেন, তাহলে এই শর্তাদি কোনো ক্রেতার আইনগত অধিকার যা চুক্তিদ্বারা পরিত্যাগ করা নেই,সীমিত করবে না৷
পেমেন্ট প্রসেসরের কারিগরি ত্রুটি জনিত সমস্যা, নীতিমালায় পরিবর্তন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি, জরুরি অবস্থা, সরকারি আদেশ কিংবা অপ্রত্যাশিত কোন ঘটনার প্রেক্ষিতে পেমেন্ট স্থগিত অথবা অসম্পন্ন থাকলে প্রাইজবন্ড চেকার কর্তৃপক্ষ তার দায়িত্ব নিবে না। পেমেন্ট প্রসেসর কর্তৃপক্ষ এবং গ্রাহক তাদের লেনদেন জনিত সমস্যা নিজ দায়িত্বে সমাধান করবেন।
অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করে পেমেন্ট করার চেষ্টা করলে গ্রাহকের একাউন্ট বাতিল করার অধিকার প্রাইজবন্ড চেকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রাইজবন্ড সম্পর্কিত যত আলোচনা