বিজয়ী হলেন যারা ১২১তম প্রাইজবন্ড ড্র’তে।
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ড্র-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই ড্র-টি ছিল ২০২৫ সালের শেষ ড্র, যা ২রা নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
এবারের ড্র'তে ছোট-বড় সকল পুরস্কার মিলিয়ে মোট ৩,৮১৮টি পুরস্কার প্রদান করা হবে, যার সম্মিলিত আর্থিক মূল্যমান দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা!
✨ প্রাচুর্য ডট কমের বিজয় গৌরব ✨
অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে, এই ড্র’তে প্রাচুর্য ডট কমের প্ল্যাটফর্ম ব্যবহারকারী মোট ৬২ জন গ্রাহক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন!
✨ প্রথম পুরস্কারের হ্যাটট্রিক! (৬ লাখ টাকা)
এবার প্রাচুর্য ডট কম থেকে একযোগে ৩ জন ভাগ্যবান গ্রাহক প্রথম পুরস্কার (৬ লাখ টাকা) জিতে নিয়েছেন! তাঁরা হলেন: ১. জুয়েল বরুয়া ২. সাইদ হাসান ৩. অতিয়ার রহমান
তাদের এই বিশাল জয়ে আমরা গর্বিত এবং আন্তরিক অভিনন্দন জানাই!
✨ দ্বিতীয় পুরস্কার ও বিশেষ বিজয়ী (৩ লাখ ২৫ হাজার টাকা)
যদিও আমাদের গ্রাহকদের মধ্যে এবার কেউ দ্বিতীয় পুরস্কার পাননি, তবে তৃতীয় পুরস্কারের ক্ষেত্রে রয়েছে এক বিশেষ চমক!
✨ তৃতীয় পুরস্কার (১ লাখ টাকা): বিজয়ী হয়েছেন জনাব শ্যামল চন্দ্র রয়! উল্লেখ্য, তিনি এর আগে ১১৩তম ড্র'তেও প্রথম পুরস্কার জিতেছিলেন। এটি তাঁর প্রাইজবন্ড জগতে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত!
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা
✨ ৪র্থ পুরস্কার (৫০ হাজার টাকা): এই পুরস্কার জিতেছেন আমাদের ৮ জন গ্রাহক।
✨ ৫ম পুরস্কার (১০ হাজার টাকা): এই ধাপে বিজয়ী হয়েছেন মোট ৫০ জন গ্রাহক।
সকল বিজয়ীকে প্রাচুর্য ডট কমের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন! আপনাদের এই সাফল্য আমাদের অনুপ্রেরণা।
যারা এই ড্র’তে বিজয় অর্জন করতে পারেননি, হতাশ হবেন না! পরবর্তী ড্র-তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। পরবর্তী ড্র-এর জন্য আপনাদের সকলের প্রতি রইল আমাদের শুভ কামনা! ?
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলোঃ

আমরা কী করি বা কী সার্ভিস দেই
আমরা মূলত প্রাইজবন্ড চেকিংয়ের সার্ভিস দিয়ে থাকি। আপনার প্রাইজবন্ডগুলোর নম্বর আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করে রাখলে আমরা সেই নম্বরগুলো গত ২২ বছরের সকল ড্র রেজাল্টের সাথে মিলিয়ে দেখি। কোন নম্বর বিজয়ী হলে আমরা আপনাকে জানিয়ে দিই।
ভবিষ্যতে যখনই নতুন কোন ড্র রেজাল্ট প্রকাশিত হবে, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে লগইন করার প্রয়োজন হবে না। তবে আপনি চাইলে লগইন করে আপনার ড্যাশবোর্ড থেকে নম্বরগুলোর অবস্থা দেখে নিতে পারেন।
আমাদের সার্ভিসের বিশেষত্ব
আমাদের এই সার্ভিসের কিছু বিশেষ দিক নিচে তুলে ধরা হলো:
⭕ দীর্ঘ অভিজ্ঞতা: আমরা সাত বছরের বেশি সময় ধরে এই সার্ভিস দিয়ে আসছি।
⭕ আজীবন মেয়াদ: আমাদের কোন মাসিক বা বার্ষিক চার্জ নেই। একবার পেমেন্ট করলে আপনি সারা জীবনের জন্য আমাদের এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।
⭕ প্যাকেজ আপগ্রেড: যদি আপনি একটি ছোট প্যাকেজ নিয়ে থাকেন এবং পরে আপনার কাছে আরও কিছু প্রাইজবন্ড যুক্ত হয়, তবে নতুন প্যাকেজ না কিনে আপনি শুধু কিছু বাড়তি টাকা দিয়ে আপনার বর্তমান প্যাকেজটি আপগ্রেড করে নিতে পারবেন।
⭕ তাৎক্ষণিক নোটিফিকেশন: আপনার প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানতে পারবেন।
⭕ ড্র নোটিফিকেশন: প্রাইজবন্ড বিজয়ী না হলেও প্রতিটি ড্র শেষ হওয়ার পর আপনি ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
⭕ জোড়া বন্ড: এই কমিউনিটির সদস্যদের সাথে যোগাযোগ করে আপনি জোড়া বন্ড মিলিয়ে নিতে পারবেন।
⭕ মিস ফায়ার: আমাদের 'মিস ফায়ার' অপশন থেকে আপনি জানতে পারবেন কোন নম্বর কোন একটি ডিজিটের জন্য বিজয়ী হতে পারেনি।
মোটকথা, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সেই পুরস্কারটি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যেকোনো উপায়ে আপনার কাছে সেই খবর পৌঁছে দেব।
Latest Blog
"প্রিমিয়াম নম্বর" ফিচারটি প্রাইজবন্ড প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার। এখন থেকে সহজেই আপনার সংগৃহীত...
১৫ আগষ্ট ২০২৫ ১,৩৭৫
প্রাইজবন্ডে বিনিয়োগে কিছু ঝুঁকি থাকলেও এটি একেবারে ঝুঁকিমুক্ত বলা যায় না। মূলধন সুরক্ষার দিক থেকে...
২০ আগষ্ট ২০২৪ ৩,১৬১
প্রাইজবন্ড একসময় বাংলাদেশে একটি জনপ্রিয় বিনিয়োগের বিকল্প ছিল। এক দশক আগেও প্রাইজবন্ড উপহার ও পুরস...
২০ মে ২০২৪ ৩,৩৯৭
১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...
১৭ মে ২০২৪ ৫,৭৫৯
প্রাইজবন্ডে যদিও পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবুও মানুষ এই প্রাইজবন্ড কেনার মাধ্যমে নি...
২৯ মে ২০২৪ ৭,৬৯২
বাংলাদেশে বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এটি কেনা সম্ভব। তারা প্রবাসীর পাঠানো অর্থ দিয়ে বন্ড কি...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭০৪
প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।
০৮ জুন ২০২৫ ২,৪৭৩
প্রাইজবন্ডের কিছু নেতিবাচক দিক রয়েছে। ১. অনিশ্চয়তা: প্রাইজবন্ডের প্রধান নেতিবাচক দিক হলো এর অনিশ্...
১৮ মে ২০২৪ ৪,৯৩৩
সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...
০৮ মে ২০২৪ ৯,০৯১








