জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:

জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:

আমরা জোড়া বন্ডের সুবিধা নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি। আজ আমরা জোড়া বন্ডের অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত কথা বলব।

যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের সুবিধার জন্য প্রথমে সংক্ষেপে বলে দিই জোড়া বন্ড কী?

সহজ কথায়, জোড়া বন্ড হলো একই নম্বরের দুটি ভিন্ন সিরিজের প্রাইজবন্ড। যেমন, আপনার কাছে যদি 'কক ০৩৩৮২৯১' এবং 'খফ ০৩৩৮২৯১' নম্বরের দুটি প্রাইজবন্ড থাকে, তাহলে এগুলোকে জোড়া বন্ড বলা হবে। এদের নম্বর এক হলেও সিরিজের অক্ষর (যেমন, 'কক' ও 'খফ') আলাদা।

প্রাইজবন্ডের ড্র একটি একক ও সাধারণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। এর অর্থ হলো, যখন একটি নির্দিষ্ট নম্বর (যেমন, '০৩৩৮২৯১') বিজয়ী হয়, তখন বর্তমানে প্রচলিত ৮২টি সিরিজের সবকটিতেই এই নম্বরটি বিজয়ী হিসেবে গণ্য হয়।

অর্থাৎ, যদি কোনো একটি নির্দিষ্ট নম্বর পুরস্কার জেতে এবং আপনার কাছে সেই একই নম্বরের ৩টি জোড়া বন্ড থাকে, তাহলে সেই তিনটি বন্ডই একই সাথে বিজয়ী হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি '০৩৩৮২৯১' নম্বরের ৩টি ভিন্ন সিরিজের ৩টি বন্ড থাকে, তাহলে আপনি একই সাথে ৩টি পুরস্কার পাবেন।

জোড়া বন্ডের তিনটি প্রধান অসুবিধা
১. পুরস্কার জেতার সম্ভাবনা কমে যাওয়া:
জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। এর কারণ হলো, ড্রয়ের সময় আপনার দুটি আলাদা বন্ডের নম্বরকে একটি একক নম্বর হিসেবে ধরা হয়। যদি আপনার কাছে দুটি ভিন্ন নম্বরের বন্ড থাকে, তাহলে আপনার জেতার দুটি আলাদা সুযোগ থাকে। কিন্তু জোড়া বন্ডের ক্ষেত্রে, আপনার দুটি বন্ড মিলে একটি মাত্র সুযোগ তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই জেতার সম্ভাবনা অর্ধেক কমে যায়।

আবার, যদি আপনি পুরস্কার জেতেন, তাহলে দ্বিগুণ পুরস্কার পাবেন। এটি অনেকটা 'হাই রিস্ক, হাই গেইন' নীতির মতো, যেখানে ঝুঁকি বেশি নিলে প্রাপ্তিও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

২. সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ:
জোড়া বন্ডের দ্বিতীয় বড় অসুবিধা হলো এটি সংগ্রহ করা। অন্যের সাথে বন্ড অদলবদল করা বা ব্যাংক থেকে কিনে জোড়া মেলানো একটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। অনেক সময় জোড়া বন্ডের জন্য মেসেজ পাঠিয়েও উত্তর পাওয়া যায় না, যা বেশ বিরক্তিকর। এই কাজটা সত্যিই অনেক ঝামেলার এবং কঠিন পরিশ্রমের। আমার পরিচিত অনেকেই আছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে এই জোড়া বন্ড সংগ্রহ করেন। তাদের এই প্রচেষ্টা দেখলে বোঝা যায়, এটি কতটা ধৈর্যের কাজ।

৩. সংগ্রহের নেশা:
জোড়া বন্ড সংগ্রহের সবচেয়ে বড় অসুবিধা হলো এর নেশায় আসক্ত হয়ে পড়া। এই নেশাটা বেশ মারাত্মক। পুরনো কয়েন বা ডাকটিকিট জমানোর নেশার মতোই একবার ধরলে সহজে ছাড়া কঠিন। যারা এই নেশায় পড়েছেন, তারা এর তীব্র আকর্ষণ ভালো করেই বোঝেন। তবে, বাজে কোনো নেশার চেয়ে এই নেশা তো অনেক ভালো, কী বলেন? এই নেশার কারণে যদিও কিছু বাড়তি ঝামেলা পোহাতে হয়, কিন্তু এর একটা নিজস্ব ভালো লাগা আছে যা অনেকেই উপভোগ করেন।

শেষ কথা
প্রাইজবন্ডের ড্র পুরোপুরিই ভাগ্যের উপর নির্ভরশীল। কারো ভাগ্য একবার ভালো হলে সবসময় ভালো নাও হতে পারে। তাই আমরা বলতে চাই, যদি ভাগ্য সহায় হয়, তবে একবারই হোক – একবারে দশটা পুরস্কার লাগুক! বারবার লাগার দরকার নেই।

আপনার কি জোড়া বন্ড নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যা আপনি শেয়ার করতে চান?

৪৯৮ মন্তব্য (০/০) ২০ মে ২০২৫

Latest Blog

কোটি টাকার প্রাইজবন্ড পুরস্কার, নেই কোন দাবিদার।

প্রাইজবন্ডের কোটি কোটি টাকার পুরস্কার অদাবি হয়ে যাওয়ার ফলে প্রাইজবন্ডের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব...

০৮ জুলাই ২০২৪ ২,৯২২

ব্যাংকে রিটার্ন করা প্রাইজবন্ড কি ড্রয়ের আওতায় আসে?

প্রাইজবন্ড একটি বাহকী দলিল; বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু হওয়ার পর যার কাছে থাকে, তিনি এর মালিক হন। আপ...

২৯ মে ২০২৪ ২,১৯৫

একজনের প্রাইজবন্ড নাম্বার দিয়ে অন্য ব্যক্তি পুরস্কার নিতে প...

না, একজনের প্রাইজবন্ডের নাম্বার দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তা...

২৫ মে ২০২৪ ২,৪৮৬

প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?

প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...

১৩ মে ২০২৪ ২,৬৫৪

জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:

জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। দুটি বন্ড মিলে একটি ম...

২০ মে ২০২৫ ৪৯৮

বিজয়ী না হলেও ইমেইলে নোটিফিকেশন পাবেন।

আসন্ন ১১৬তম ড্র থেকে, যারা বিজয়ী হবেন না তাদেরকেও আমরা ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে।

০২ জুলাই ২০২৪ ২,৫৭৬

প্রথম পুরস্কার পেয়েও তুলতে ব্যর্থ হলেন যেসব সৌভাগ্যবান বিজয়ী...

প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস ক...

২২ অক্টোবর ২০২৪ ৩,৫২৮

জোড়া প্রাইজবন্ডে ডাবল পুরস্কারের রহস্য!

জোড়া প্রাইজবন্ডটি ড্র’তে উঠে, তাহলে আপনি একই সঙ্গে দুটি  বা তিনটি পুরস্কার পাবেন। এটি একটি স্মার্ট ব...

৩০ জুলাই ২০২৪ ২,৯১৮

প্রাইজবন্ড কিনলে কতদিন পর জিতবেন?

প্রাইজবন্ডে যদিও পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবুও মানুষ এই প্রাইজবন্ড কেনার মাধ্যমে নি...

২৯ মে ২০২৪ ৪,৮৩৮

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ