প্রাইজবন্ডের যে নম্বরগুলো বিজয়ী হওয়ার সম্ভাবণা খুবই কম।

প্রাইজবন্ডের যে নম্বরগুলো বিজয়ী হওয়ার সম্ভাবণা খুবই কম।

প্রাইজবন্ডের ড্র-তে কোন নম্বরগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এ ধরনের তথ্যের পেছনে কোনো গাণিতিক ভিত্তি থাকে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা একটি নতুন ফিচার নিয়ে এসেছি। এখন থেকে আপনার প্রোফাইলে এমন কিছু নম্বর চিহ্নিত করে দেওয়া হবে, যেগুলোর বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ফিচারটি শুধু তাদের প্রোফাইলে দেখা যাবে যাদের কাছে এই ধরনের লো-প্রোবাবিলিটি নম্বর আছে।

মজার বিষয় হলো, এই লো-প্রোবাবিলিটি নম্বরগুলোর মধ্যে ১০% হলো প্রিমিয়াম নম্বর। আপনি চাইলে এই প্রিমিয়াম নম্বরগুলো রেখে বাকিগুলো বিক্রি করে দিতে পারেন, অথবা সব নম্বরই আপনার কাছে রাখতে পারেন।

⌛ কীভাবে এই নম্বরগুলো চিহ্নিত করা হয়?

প্রাইজবন্ডের ড্র-তে ছয়টি ড্রাম ব্যবহার করা হয়, যেখানে প্রতিটি ড্রামে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা থাকে। ড্রামের ভেতরের সংখ্যাগুলো এলোমেলোভাবে ঘুরিয়ে একটি করে সংখ্যা বের করা হয়। এভাবে ছয়টি ড্রাম থেকে ছয়টি সংখ্যা নিয়ে একটি বিজয়ী নম্বর তৈরি হয়। যেহেতু প্রতিটি প্রাইজবন্ড নম্বর '০' দিয়ে শুরু হয়, তাই সব মিলিয়ে সাত সংখ্যার একটি বিজয়ী নম্বর বের হয়। ১০ লাখ বন্ডের মধ্যে এভাবেই একটি বিজয়ী নম্বর বাছাই করা হয়।

প্রাইজবন্ড ভাগ্যনির্ভর হলেও, এর পেছনে কিছু গাণিতিক ব্যাখ্যা আছে। এই গাণিতিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে আমরা এমন কিছু নম্বরকে আলাদা করেছি, যেগুলোর বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

ƒ কীভাবে কাজ করে এই পদ্ধতি?
একই সংখ্যার বারবার আসার সম্ভাবনা খুবই কম। যেমন:
ছয়টি ড্রাম থেকে ছয়টি একই সংখ্যা পরপর ওঠার সম্ভাবনা অনেক কম।
একইভাবে, পাঁচটি একই সংখ্যা পাশাপাশি থাকার সম্ভাবনাও কম।
চারটি একই সংখ্যা পরপর থাকার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম।

এই কারণেই, যে প্রাইজবন্ডের নম্বরে চারটি, পাঁচটি বা ছয়টি একই সংখ্যা পরপর বসে, আমরা সেগুলোকে 'লো-প্রোবাবিলিটি নম্বর' বলছি।

আমরা বিগত ৮৮টি ড্র (৩৩তম থেকে ১২০তম) বিশ্লেষণ করে দেখেছি:
একই সংখ্যার চারটি ডিজিট পরপর ছিল এমন নম্বর মাত্র ৯ বার জিতেছে।
একই সংখ্যার পাঁচটি ডিজিট পরপর ছিল এমন নম্বর মাত্র ১ বার জিতেছে।
একই সংখ্যার ছয়টি ডিজিট পরপর ছিল এমন কোনো নম্বর আজ পর্যন্ত জেতেনি।

এ কারণে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা লো-প্রোবাবিলিটি নম্বর হিসেবে চিহ্নিত করছি।


আপনার আইডিয়াতেই আমাদের পরবর্তী ফিচার!

আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ফিচার যোগ করে আমাদের গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে। আমাদের বেশিরভাগ ফিচারের আইডিয়া আসে সরাসরি গ্রাহকদের কাছ থেকে। কেউ হয়তো ফেসবুকে পোস্ট করেন, কেউ কমেন্ট করেন বা সরাসরি মেসেজ করেন। আপনাদের এই আইডিয়াগুলোকে আমরা আরও পরিমার্জন করে একটি কার্যকর ফিচারে রূপ দেই।

আমাদের এই নতুন ফিচারের আইডিয়াটি এসেছে বিদ্যুৎ কান্তি চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে। যদিও তার সঙ্গে আমাদের সরাসরি কোনো কথা বা দেখা হয়নি, কিন্তু আমাদের বিভিন্ন পোস্টের নিচে তিনি খুবই বুদ্ধিদীপ্ত মন্তব্য করেন।

আমরা প্রিমিয়াম নম্বর নিয়ে একটি পোস্ট করেছিলাম, যেখানে তিনি মন্তব্য করেন যে প্রিমিয়াম নম্বর দেখতে যতই সুন্দর হোক না কেন, এগুলোর জেতার সম্ভাবনা খুবই কম। তার এই মন্তব্য আমাদের নতুন করে ভাবতে উৎসাহিত করে।

বিদ্যুৎ কান্তি

আমাদের আগে থেকেই এ ধরনের একটি ফিচার আনার পরিকল্পনা ছিল, কিন্তু বিদ্যুৎ কান্তির মন্তব্য আমাদের এই কাজে আরও দৃঢ়ভাবে উৎসাহিত করে। অবশেষে আমরা সফলভাবে এই ফিচারটি তৈরি করতে পেরেছি, যা আমাদের গ্রাহকদের এমন নম্বর খুঁজে বের করতে সাহায্য করবে যেগুলো জেতার সম্ভাবনা কম।

বিদ্যুৎ কান্তি চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি আপনার নজরে এলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।

আমরা গ্রাহকের আইডিয়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমাদের নিজস্ব ধারণার সঙ্গে মিলিয়ে নতুন নতুন ফিচার আনার চেষ্টা করি। আপনার কাছেও যদি কোনো নতুন আইডিয়া থাকে, আমাদের জানাতে পারেন। আপনার আইডিয়াতেই হয়তো তৈরি হবে আমাদের পরবর্তী ফিচার।

১,৭৭২ মন্তব্য (০/০) ২২ আগষ্ট ২০২৫

Latest Blog

প্রাইজবন্ডের ড্র প্রক্রিয়া কতটা নিরপেক্ষ?
প্রাইজবন্ডের ড্র প্রক্রিয়া কতটা নিরপেক্ষ?

বাংলাদেশে প্রাইজবন্ড ড্র নিয়ে জনমনে প্রশ্ন দেখা যায়, যা এর স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি করে। অসম্পূর্...

৩১ মে ২০২৫ ১,৬৫৮

কেন প্রাইজবন্ড কেনা উচিত
কেন প্রাইজবন্ড কেনা উচিত

আপনার কাছে অলস টাকা পড়ে আছে, এবং ব্যাংকে রেখে সুদ খেতে চাইছেন না। তাহলে এই টাকা প্রাইজবন্ডে বিনিয়ো...

২২ মে ২০২৪ ৩,৬২৮

আমাদের প্যাকেজের মেয়াদ লাইফটাইম কেন? Why is our package valid for a lifetime?
আমাদের প্যাকেজের মেয়াদ লাইফটাইম কেন? Why is our package val...

আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার...

৩০ জানুয়ারী ২০২৫ ২,২২৪

বাংলাদেশে কোটার সাথে প্রাইজবন্ডের পুরস্কারের সম্পর্ক
বাংলাদেশে কোটার সাথে প্রাইজবন্ডের পুরস্কারের সম্পর্ক

প্রাইজবন্ড হলো একটি সঞ্চয় প্রকল্প, যেখানে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় অন্তর লটারির মাধ্যমে পুরস্ক...

২৭ জুলাই ২০২৪ ৩,৫৫২

১০ বছরেও প্রাইজবন্ড পুরস্কার না পাওয়ার কারণ।
১০ বছরেও প্রাইজবন্ড পুরস্কার না পাওয়ার কারণ।

প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।

০৮ জুন ২০২৫ ২,৪৩৪

১১৭ তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা
১১৭ তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা

তবে খুশির খবর হলো, একজন প্রথম পুরস্কার জিতেছেন! এছাড়া ৫ জন ৪র্থ পুরস্কার এবং ৩৬ জন ৫ম পুরস্কার অর্জন...

৩১ অক্টোবর ২০২৪ ২১,৮৪১

পুরানো প্রাইজবন্ড: ড্রয়ের পর কি বদলাতে হবে?
পুরানো প্রাইজবন্ড: ড্রয়ের পর কি বদলাতে হবে?

একটি প্রচলিত ভুল ধারণা যে প্রতিটি ড্রয়ের পর পুরানো প্রাইজবন্ড অকার্যকর হয়ে যায় এবং নতুন প্রাইজবন্...

২১ অক্টোবর ২০২৪ ৩,৬৯০

প্রাইজবন্ডের প্রতি অধিকাংশ মানুষের নেগেটিভ ধারণা কেন?
প্রাইজবন্ডের প্রতি অধিকাংশ মানুষের নেগেটিভ ধারণা কেন?

প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...

২০ মে ২০২৪ ৩,১৬৭

বিজয়ী হলেন যারা ১২১তম প্রাইজবন্ড ড্র’তে।
বিজয়ী হলেন যারা ১২১তম প্রাইজবন্ড ড্র’তে।

বিজয়ী হলেন যারা ১২১তম প্রাইজবন্ড ড্র’তে। প্রাচুর্য ডট কমের বিজয় গৌরব, প্রথম পুরস্কারের হ্যাটট্রিক! (...

০২ নভেম্বর ২০২৫ ৪৪,৬৫৩

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ