প্রথম পুরস্কার পেয়েও তুলতে ব্যর্থ হলেন যেসব সৌভাগ্যবান বিজয়ীরা।

প্রথম পুরস্কার পেয়েও তুলতে ব্যর্থ হলেন যেসব সৌভাগ্যবান বিজয়ীরা।

প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, অনেকেরই এই স্বপ্নের দরজা খুললেও বসতে পারেন না। কারণ? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু সত্যি, অনেকেই প্রথম পুরস্কার জিতে নেওয়ার পরও তা তুলতে ব্যর্থ হন।
আমরা প্রায়ই শুনি, "সৌভাগ্যবানেরাই লটারিতে জেতে"। কিন্তু প্রাইজবন্ডের ক্ষেত্রে সৌভাগ্য থাকলেই চলবে না, সতর্কতাও প্রয়োজন। অনেকেই প্রথম পুরস্কার জেতার পরেও শুধুমাত্র ড্র মিলিয়ে না দেখার কারণে সেই পুরস্কারের অধিকার হারিয়ে ফেলেন।
এমন অনেক গল্প শোনা যায়, যেখানে একজন ব্যক্তি প্রাইজবন্ড কেনেন, আশাবাদী হয়ে অপেক্ষা করেন, এবং অবশেষে জানতে পারেন যে তিনি প্রথম পুরস্কারের বিজয়ী! কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি সময়মতো ড্র চেক না করার কারণে ৬ লাখ টাকার পুরস্কার হারিয়ে বসেন। 
আমরা বিশ্বাস করি, যারা পুরস্কার জেতার পরও তুলতে পারেননি, তারা আন লাকী নন। প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য শুধুমাত্র পুরস্কার জেতা নয়, বরং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। আমরা জানি, অনেক সময় ব্যস্ততার মাঝে ড্র চেক করা মিস হয়ে যেতে পারে।

যা বিশ্বাস করতে না পারলেও সত্যি! এমন কিছু দৃষ্টান্ত:
আমরা আমাদের গ্রাহকদের (গোপনীয়তা রক্ষা করে) একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করছি, যারা বিভিন্ন ড্র-এ প্রথম পুরস্কার জিতেছিলেন কিন্তু বিভিন্ন কারণে সময়মতো পুরস্কারটি তুলতে পারেননি। তারা যখন প্রাচুর্য ডট কমে তাদের প্রাইজবন্ডের নাম্বর এন্ট্রি করেছিলেন, তখন পুরস্কার নেওয়ার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল।
আমরা আশা করি, এই তালিকা সকলকে সচেতন করবে। প্রাইজবন্ড কিনলে নিয়মিত ড্র চেক করা জরুরি। কারণ, আপনি হতে পারেন পরবর্তী লক্ষপতি।"
কেন এমন হয়?
ড্র ফলাফল চেক করার দেরি: আজকাল সবকিছুই অনলাইনে। কিন্তু অনেকেই হয়ত নিয়মিত ড্র ফলাফল চেক করতে ভুলে যান, বা অন্য কোনো কারণে দেরি হয়ে যায়।
প্রাইজবন্ড হারিয়ে ফেলা: অনেক সময় প্রাইজবন্ড কোথাও হারিয়ে যায়, ফলে ড্র ফলাফল মিলিয়ে দেখার সুযোগই মেলে না।
পুরস্কার তোলার সময়সীমা: প্রতিটি প্রাইজবন্ডের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যার মধ্যে পুরস্কার তুলতে হয়। এই সময়সীমা পার হয়ে গেলে পুরস্কার আর পাওয়া যায় না।

কীভাবে এড়ানো যায় এই সমস্যা?
নিয়মিত ড্র ফলাফল চেক করুন: প্রতিটি ড্রর পর অবশ্যই আপনার প্রাইজবন্ডের নাম্বর মিলিয়ে দেখুন।
প্রাইজবন্ড নিরাপদে রাখুন: প্রাইজবন্ড হারিয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
পুরস্কার তোলার সময়সীমা মনে রাখুন: ড্র ফলাফল জানার পর অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কার তুলুন।

৩,৩০৫ মন্তব্য (০/০) ২২ অক্টোবর ২০২৪

Latest Blog

প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize...

প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে...

২৯ জানুয়ারী ২০২৫ ২,৮০৪

মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্রর দ্বিতীয় পুরস্কার বিজয়...

দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...

০২ আগষ্ট ২০২৪ ৮,৯২৫

প্রাইজবন্ড কিনতে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় কি?

প্রাইজবন্ড ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। যেকোনো বাংলাদেশি নাগরিক নগদ টাকা দিয়...

১৪ মে ২০২৪ ১,৮৯২

ব্যাংকে থাকা প্রাইজবন্ড কি ড্র'র আওতায় আসে?

বাণিজ্যিক ব্যাংকগুলোকে আপনি এবং আমার মতো সাধারণ গ্রাহক হিসেবে কল্পনা করুন। যেমন আমরা প্রাইজবন্ড কেনা...

২৬ মে ২০২৪ ২,০১২

কোটি টাকার প্রাইজবন্ড পুরস্কার, নেই কোন দাবিদার।

প্রাইজবন্ডের কোটি কোটি টাকার পুরস্কার অদাবি হয়ে যাওয়ার ফলে প্রাইজবন্ডের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব...

০৮ জুলাই ২০২৪ ২,৭১০

প্রাচুর্য ডট কম এর SWOT Analysis একটি বিস্তারিত বিশ্লেষণ

প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...

১৫ জানুয়ারী ২০২৫ ১,০৭৭

পুরানো প্রাইজবন্ডে ড্র জেতার সম্ভাবনা কতটুকু?

আপনার কাছে যদি ১৯৯৫, ২০০০, ২০০২ সালের পুরাতন প্রাইজবন্ড থাকে, হতাশ হবেন না! অনেকেই ভাবতে পারেন এত পু...

১৩ মে ২০২৪ ৩,২৭৮

১১৭তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...

৩১ অক্টোবর ২০২৪ ২৮,৭৩১

ড্রর আগের দিন কেনা প্রাইজবন্ড কি ড্র’তে আসে?  

কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...

২৬ অক্টোবর ২০২৪ ২,১৮১

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ