বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা দেশের ব্যাংকিং খাতের একমাত্র রেগুলেটর। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহঃ
প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা রয়েছে।
(১) মতিঝিল (প্রধান কার্যালয়)
(২) সদরঘাট, ঢাকা
(৩) চট্টগ্রাম
(৪) সিলেট
(৫) রাজশাহী
(৬) খুলনা
(৭) বরিশাল
(৮) রংপুর
(৯) বগুড়া
(১০) ময়মনসিংহ
শাখাগুলোর দায়িত্বে থাকেন একজন মহাব্যবস্থাপক (জিএম) পদ মর্যাদার কর্মকর্তা। তবে মতিঝিল অফিস এবং চট্টগ্রামের দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক পদ মর্যাদার দুজন কর্মকর্তা।
নতুন প্রাইজবন্ড কেনা ও পুরস্কারের টাকা তোলার জন্য বাংলাদেশ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করতে হবে।