প্রতিবার ড্র'তে যতজন বিজয়ী হয়
প্রতিবার ড্র'তে পুরস্কার বিজয়ীর সংখ্যা কি সমান থাকে?
প্রতিবার ড্র'তে পুরস্কার বিজয়ীর সংখ্যা সমান থাকে না, সিরিজ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মোট পুরস্কার বিজয়ীর সংখ্যা বৃদ্ধি পায়, তবে প্রতি সিরিজে পুরস্কার বিজয়ীর সংখ্যা (৪৬টি) একই থাকে।
প্রতিবার ড্র'তে পুরস্কার বিজয়ীর সংখ্যা নিম্নরূপঃ
- ১১২তম ড্র’তে ৭৪ টি সিরিজের জন্য ৭৪টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,৪০৪টি।
- ১১১তম ড্র’তে ৭৩ টি সিরিজের জন্য ৭৩টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,৩৫৮টি।
- ১১০তম ড্র’তে ৭২ টি সিরিজের জন্য ৭২টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,৩১২টি।
- ১০৯তম ড্র’তে ৭০ টি সিরিজের জন্য ৭০টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,২২০টি।
- ১০৮তম ড্র’তে ৬৯ টি সিরিজের জন্য ৬৯টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,১৭৪টি।
- ১০৭তম ড্র’তে ৬৮ টি সিরিজের জন্য ৬৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,১২৮টি।
- ১০৬তম ড্র’তে ৬৭ টি সিরিজের জন্য ৬৭টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ৩,০৮২টি।
- ১০৫তম ড্র’তে ৬৫ টি সিরিজের জন্য ৬৫টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৯৯০টি।
- ১০৪তম ড্র’তে ৬৫ টি সিরিজের জন্য ৬৫টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৯৯০টি।
- ১০৩তম ড্র’তে ৬৪ টি সিরিজের জন্য ৬৪টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৯৪৪টি।
- ১০২তম ড্র’তে ৬৩ টি সিরিজের জন্য ৬৩টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৮৯৮টি।
- ১০১তম ড্র’তে ৬২ টি সিরিজের জন্য ৬২টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৮৫২টি।
- ১০০তম ড্র’তে ৬১ টি সিরিজের জন্য ৬১টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৮০৬টি।
- ৯৯তম ড্র’তে ৬১ টি সিরিজের জন্য ৬১টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৮০৬টি।
- ৯৮তম ড্র’তে ৫৮ টি সিরিজের জন্য ৫৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৬৬৮টি।
- ৯৭তম ড্র’তে ৫৮ টি সিরিজের জন্য ৫৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৬৬৮টি।
- ৯৬তম ড্র’তে ৫৫ টি সিরিজের জন্য ৫৫টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৫৩০টি।
- ৯৫তম ড্র’তে ৫৫ টি সিরিজের জন্য ৫৫টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ছিল ২,৫৩০টি।
বাংলাদেশে বর্তমানে ৭৪টি সিরিজ চালু আছে আগস্ট ২০২৩ সাল পর্যন্ত যেমন কক, কখ, খগ, খখ, গচ…..ইত্যাদি। একই নাম্বার ৭৪টি সিরিজের প্রত্যেকটিতেই আছে। প্রথম পুরস্কার পাবে প্রতিটি সিরিজের একজন করে অর্থাৎ ৭৪ জন, অনুরুপ ভাবে ২য় পুরস্কার পাবে ৭৪ জন, ৩য় পুরস্কার পাবে ১৪৮ জন ৪র্থ পুরস্কার পাবে ১৪৮ জন এবং ৫ম পুরস্কার পাবে ২,৯৬০ জন।