যে প্রাইজবন্ড একবার বিজয়ী হয়, সেই প্রাইজবন্ডটি পরবর্তিতে কি হয়?
প্রাইজবন্ড পুরস্কারের আবেদন করার সময়, বিজয়ী প্রাইজবন্ডটি ব্যাংকে জমা দিতে হয়। সরকার আবেদন পত্রটি মঞ্জর করলে, এই প্রাইজবন্ডের দাম হিসাবে, পুরস্কারের সাথে ১০০ টাকা যোগ করে দেয়া হয়।
এখন প্রশ্ন হল, সরকার এই প্রাইজবন্ড নিয়ে কি করে?
পুরস্কারের টাকা ডিসবার্সমেন্ট করার পর, এই প্রাইজবন্ডটি সরকার নিজেদের কাছে জমা রাখে না, মার্কেটে ছেড়ে দেয়।
সরকার যেহেতু মার্কেটে ছেড়ে দেয়, সুতরাং বিজয়ী প্রাইজবন্ডটি (আপনি পুরস্কারের জন্য আবেদন করুন আর না করুন) আবার যেকোন ড্র’তে বিজয়ী হতে পারে।
উদাহরণ হিসাবে তিনটি নাম্বারের কথা বলছি।
- ০৮৫৪৫২৬ এই নাম্বারটি ৩৮তম ড্র’তে ৫ম পুরস্কার পেয়েছিল। জাস্ট ৬ মাসের ব্যবধানে, অর্থাৎ ৪০ তম ড্র’তে এই একই নাম্বারটি আবারও ৫ম পুরস্কার হিসাবে বিবেচিত হয়।
- ০১৭১১৯৫ এই নাম্বারটি ৯৯ তম ড্র’তে ৫ম পুরস্কার পেয়েছিল আবার এই একই নাম্বারটি ১০৮ তম ট্র’তে ৫ম পুরস্কার পেয়েছে।
- ০০৩৯২১৫ এই নাম্বারটি ৩৯ তম ড্র’তে ১ম পুরস্কার পেয়েছিল আবার এই একই নাম্বারটি ৪৬ তম ট্র’তে ৫ম পুরস্কার পেয়েছে।
এই রকম আরও অনেক অনেক নাম্বারের তথ্য আমাদের কাছে আছে, যেগুলো দুইবার বিজয়ী হয়েছে। তাহলে কি বুঝলেন?
বিস্তারিত দেখুন ইউটিউব ভিডিওতে