Prize Bond Draw 2024 ।। প্রাইজবন্ড ড্র ২০২৪
২০২৪ সালে প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে চারবার, এই ড্র অনুষ্ঠান ঢাকা জেলার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হবে। এই ড্রতে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন তারা হলেন ঃ
- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পর্যায়ের কর্মকর্তা
- জাতীয় সঞ্চয় পরিদপ্তরের উপ-পরিচালক
- বিপুল পরিমাণ সংবাদকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থাকবেন।
Prize Bond Draw অনুষ্ঠিত হবে একক সাধারণ পদ্ধতিতে। যতগুলো সিরিজের জন্য ড্র অনুষ্ঠিত হবে ঠিক ততজন প্রথম পুরস্কার পাবে এবং ততজন দ্বিতীয় পুরস্কার পাবে। মজার বিষয় তাই না? ১১৪তম ড্রতে মোট পুরস্কারের সংখ্যা থাকবে ৩৫৮৮টি। প্রতিটি প্রথম পুরস্কারের মূল্যমান ৬ লাখ টাকা, তবে পুরস্কারের টাকা উত্তোলনের সময় ২০% ট্যাক্স কেটে রাখা হবে। একেকটি পুরস্কারের ৬টি নম্বরের জন্য ৬ বার ড্রাম ঘুরিয়ে গুটি উত্তোলন করা হবে। প্রতি সিরিজের ৪৬টি নম্বরের জন্য ২৭৬বার ড্রাম ঘুরিয়ে গুটি উত্তোলন করে এই ড্র সম্পন্ন করা হবে।
২০২৪ সালে কততম ড্র এবং কত তারিখে অনুষ্ঠিত হবে, সেই তালিকা বিস্তারিত দেয়া হল
- ১১৪তম প্রাইজবন্ড ড্র ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কারের নম্বর ছিল ০৫৯৭৯৫৪
- ১১৫ তম প্রাইজবন্ড ড্র' অনুষ্ঠিত হয়েছে ৩০শে এপ্রিল ২০২৪ তারিখে মঙ্গলবার।
- বুধবার, ৩১শে জুলাই ২০২৪ তারিখে, পরবর্তী ১১৬তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে।
- ১১৭তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ তারিখে।
◑ আজ, ৩১শে জুলাই ২০২৪, বুধবার, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রাইজবন্ডের ১১৬তম ড্র নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। তিন মাস পর পর অনুষ্ঠিত হওয়া এই ড্রটি নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। বিশেষ করে চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকেই মনে করছিলেন, ড্রটি পিছিয়ে যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো।
এবারের ড্রতে নতুন কোন সিরিজ যুক্ত করা হয়নি। মোট আশিটি (৮০) সিরিজের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে। ৮০টি নাম্বার প্রথম পুরস্কার পাবে, প্রতিটি প্রথম পুরস্কারের মূল্য ৬ লাখ টাকা। মোট পুরস্কারের সংখ্যা ৩৬৮০টি। এই ড্র’তে মোট পুরস্কারের টাকার পরিমান ১৩ কোটি টাকা।
◑ ৩০শে এপ্রিল ২০২৪, ১১৫তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১৫তম ড্রতে ৮০টি সিরিজের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৮০টি সিরিজের ৮০টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ৩৬৮০টি। প্রথম পুরস্কার (৬,০০,০০০ টাকা) বিজয়ী নাম্বার ০৭২১৫৯৩, দ্বিতীয় পুরস্কার (৩,২৫,০০০ টাকা) বিজয়ী নাম্বার ০৩০৫৫৭৩, তৃতীয় পুরস্কার (১,০০,০০০ টাকা) বিজয়ী নাম্বার: ০৩০০৯৭০ ও ০৬৬৮৮৩৮ এবং চতুর্থ পুরস্কার (৫০,০০০ টাকা) বিজয়ী নাম্বার: ০৩০৭৭৬১ ও ০০০৪১৯০।
◑ ৩১শে জানুয়ারি ২০২৪, ১১৪তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১৪তম ড্রতে ৭৮টি সিরিজের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৭৮টি সিরিজের ৭৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ৩৫৮৮টি। প্রথম পুরস্কার (৬,০০,০০০ টাকা) বিজয়ী নাম্বার ০৫৯৭৯৫৪, দ্বিতীয় পুরস্কার (৩,২৫,০০০ টাকা) বিজয়ী নাম্বার ০৬৭০৪০৮, তৃতীয় পুরস্কার (১,০০,০০০ টাকা) বিজয়ী নাম্বার: ০২৬৪৬৪২, ০৮১৩৪৮০, চতুর্থ পুরস্কার (৫০,০০০ টাকা) বিজয়ী নাম্বার: ০১৯৭৯৮৫, ০৮৬৫৯৭৪ ।
যেহেতু ড্র অনুষ্ঠিত হওয়ার দুই মাস পূর্বে প্রাইজবন্ড কিনতে হয়, সেহেতু ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ আগে যে সমস্ত প্রাইজবন্ড বিক্রয় করা হয়েছে, সেই সমস্ত প্রাইজবন্ড ১১৫তম ড্রর আওতাভুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংকের সকল শাখায়, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সকল শাখায় এবং পোস্ট অফিসে প্রাইজবন্ড পাওয়া যায়।
• বই কিনে যেমন কেহ দেউলিয়া হয় না, ঠিক তদ্রূপ প্রাইজবন্ড কিনে কেহ দেউলিয়া হয় না।
• যার সংগ্রহে যতবেশী প্রাইজবন্ড থাকবে, বিজয়ী হওয়ার সম্ভাবনা তার ততো বেশী থাকবে।
• প্রাইজবন্ড কেনা' সঞ্চয় হিসেবে চিন্তা করলে, কখনো পুরস্কার না পাইলেও দুঃখবোধ থাকবে না।
➧ সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন প্রায়শ ঘুরপাক খায়, যে প্রাইজবন্ড একবার বিজয়ী হয়, সেই প্রাইজবন্ডটি পরবর্তীতে কি হয়?
উত্তর: বিজয়ী প্রাইজবন্ডটি ভবিষ্যতে যেকোনো ড্রতে বিজয়ী হতে পারে।
➧ সাধারণ মানুষের মনে একটি ধারণা আছে " শুধু মাত্র ব্যাংকের লোকেরাই প্রাইজবন্ডের পুরস্কার পায়।
উত্তর: মানুষ (আমজনতা) না জেনে না বুঝেই এমন মন্তব্য করে থাকে, যা একেবারেই অমূলক বা বিভ্রান্তিকর। Prize Bond Draw সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়। যেকোনো ব্যক্তি প্রাইজবন্ডের পুরস্কার জিততে পারেন।