প্রোফাইল আপডেট ইস্যু
প্রোফাইল আপডেট কত পার্সেন্ট আপডেট থাকা জরুরি?
আমাদের সিস্টেম ব্যবহার করার জন্য বা বেশী সংখ্যক প্রাইজবন্ডের নাম্বার এন্ট্রি করার জন্য কিছু নীতি বা রেগুলেশন আছে, যেগুলো নিচে বর্ণনা করা হলঃ
(১) রেজিস্ট্রেশন করলেই বা ৩৬% প্রোফাইল পূরণ হবে।
(২) ২৩টির বেশী এন্ট্রি করতে হলে Home District বা নিজ জেলার নাম লেখা থাকতে হবে।
(৩) ২৬টির বেশী এন্ট্রি করতে হলে জন্ম তারিখ লেখা থাকতে হবে।
(৪) ২৯টির বেশী এন্ট্রি করতে হলে জেন্ডার অপশন পূরণ থাকতে হবে।
প্রাইজবন্ড এন্ট্রি সংক্রান্ত কিছু তথ্যঃ
(১) Prizebond এর নাম্বার ইংরেজি অক্ষরে প্রবেশ করতে হবে।
(২) একই সিরিজের একই নাম্বার দুইবার এন্ট্রি করা যাবে না এবং ভিন্ন সিরিজের একই নাম্বার এন্ট্রি করা যাবে, তবে একই সিরিজের একই নাম্বার দুইজন ভিন্ন ইউজার করতে পারবে, কোন উপায় নেই যে কে কোন নম্বরটি সঠিক এবং কে ভুল করছে তা বুঝতে।