সাধারণ মানুষ কি আদৌ প্রাইজবন্ডের পুরস্কার পায়?
অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারনা আছে যে প্রাইজবন্ড পুরস্কার সাধারণ মানুষ পায় না। এই বিষয়টি নিয়েই আমাদের এই আলোচনা।
দেখুন, প্রাইজবন্ডের পুরস্কার দেয়া হয় ড্র’র মাধ্যমে। মানূষের তো স্ট্যাটাস দেখে ড্র করা হয় না। নাম্বারের মাধ্যমে ড্র ঘোষনা করা হয়। তাই এখানে সাধারণ বা অসাধারণ মানুষ বলে কিচ্ছু নেই।
তাহলে সাধারণ মানূষ কেন পুরস্কার পায় না?
প্রাশ্নটি খুবই চমৎকার এবং তার সুন্দর ব্যাখ্যাও আছে। সাধারণ মানুষ বলতে এখনে, তাকেই বুঝানো হয়েছে যাদের কাছে, খুব কম সংখ্যক যেমন ৫টি/১০টি বা ১০০টি প্রাইজবন্ড আছে। অন্যদিকে যাদেরকে অসাধারণ মানুষ বলছেন, তাদের কাছে প্রাইজবন্ড থাকে ১০০০ / ২০০০ বা ৫০০০ বা আরও বেশী।
কিন্তু আপনি জানেন কি? প্রতি ১০ লাখ নাম্বারের বিপরীতে, পুরস্কার পায় মাত্র ৪৬টি নাম্বার।
প্রাইজবন্ড বিজয়ী হবার অনেকগুলো মতবাদের মধ্যে একটি অন্যতম মতবাদ হলঃ যার কাছে যত বেশী প্রাইজবন্ড থাকবে, তার বিজয়ী হবার সম্ভাবণা তত বেড়ে যাবে।
এখন আপনি যাকে সাধারন মানুষ বলছেন, তার পুরস্কার পাবার সম্ভবণা কতটুকু? এইবার আপনি নিজে নিজেই হিসাব করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন।
বিস্তারিত দেখুন ইউটিউব ভিডিওতে