প্রাইজবন্ডের নাম্বারের সংখ্যা
নভেম্বর ২০২২ অনুযায়ী দেশে ৭০ টি সিরিজের প্রাইজবন্ড চালু আছে। একই নম্বর ৭০ টি সিরিজের সব গুলোতেই আছে। প্রতিটি সিরিজে ১০,০০০০০ (দশ লাখ) পিস প্রাইজবন্ড থাকে। সেজন্য প্রতিটি প্রাইজবন্ডের নাম্বার ০৭ (সাত) সংখ্যা বিশিষ্ট হয় এবং ১ম সংখ্যাটি অবশ্যই শূণ্য দিয়ে শুরু হয়।
সেই হিসাবে দেশে মোট প্রাইজবন্ডের সংখ্যা হলো ৭ কোটি পিস।
প্রাইজবন্ডের সিরিজ বলতে কি বুঝায়?
বাংলাদেশে বর্তমানে ৭০টি সিরিজ চালু আছে নভেম্বর ২০২২ পর্যন্ত যেমন কক, কখ, কগ, খখ…..ইত্যাদি। একই নাম্বার ৭০টি সিরিজের প্রতিটিতে আছে। প্রথম পুরস্কার পাবে প্রতিটি সিরিজের একজন অর্থাৎ ৭০ জন। অনুরুপ ভাবে ২য় পুরস্কার পাবে ৭০ জন। ৩য় পুরস্কার পাবে ১৪০ জন। ৪র্থ পুরস্কার পাবে ১৪০ জন, এবং ৫ম পুরস্কার পাবে ২,৮০০ জন।
প্রাইজবন্ডের নাম্বার কত সংখ্যা বিশিষ্ট হয় এবং এর বিশেষত্ব কি
প্রাইজবন্ডের নাম্বার সাত সংখ্যা বিশিষ্ট হয়। এর বিশেষত্ব হলো প্রথম সংখ্যাটি অবশ্যই শূণ্য হবে। কোন প্রাইজবন্ডের নাম্বার শূণ্য দিয়ে শূরু না হলে আমাদের সফটওয়ার সেটি এন্ট্রি নিবে না।