প্রাইজবন্ডের সংখ্যা
ফেব্রুয়ারি ২০২৪ অনুযায়ী প্রাইজবন্ডের সংখ্যা:
ফেব্রুয়ারী ২০২৪ অনুযায়ী, বাংলাদেশে মোট ৭৮ টি সিরিজের প্রাইজবন্ড চালু আছে। একই নাম্বার ৭৮ টি সিরিজের সবগুলোতেই থাকে। প্রতিটি সিরিজে ১০,০০,০০০ (দশ লাখ) পিস প্রাইজবন্ড থাকে।
সেজন্য:
প্রতিটি প্রাইজবন্ডের নাম্বার ০৭ (সাত) সংখ্যা বিশিষ্ট হয়।
১ম সংখ্যাটি অবশ্যই শূন্য (০) দিয়ে শুরু হয়।
সেই হিসাবে:
দেশে মোট প্রাইজবন্ডের সংখ্যা হলো ৭ কোটি ৮০ লাখ পিস।
প্রাইজবন্ডের সিরিজ বলতে কি বুঝায়?
বাংলাদেশে বর্তমানে প্রাইজবন্ড সিরিজ এবং পুরস্কারের সংখ্যা:
ফেব্রুয়ারি ২০২4 পর্যন্ত বাংলাদেশে মোট ৭৮টি প্রাইজবন্ড সিরিজ চালু আছে। এই সিরিজগুলো কক, কখ, কগ, খখ ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। প্রতিটি সিরিজে একই নাম্বার থাকে।
প্রতিটি সিরিজের জন্য নিম্নলিখিত পরিমাণ পুরস্কার বরাদ্দ করা হয়
◘ প্রথম পুরস্কার: ১ জন
◘ দ্বিতীয় পুরস্কার: ১ জন
◘ তৃতীয় পুরস্কার: ২ জন
◘ চতুর্থ পুরস্কার: ২ জন
◘ পঞ্চম পুরস্কার: ৪০ জন
সুতরাং, মোট পুরস্কারের সংখ্যা নিম্নরূপ:
➧ প্রথম পুরস্কার: ৭৮ জন
➧ দ্বিতীয় পুরস্কার: ৭৮ জন
➧ তৃতীয় পুরস্কার: ১৫৬ জন
➧ চতুর্থ পুরস্কার: ১৫৬ জন
➧ পঞ্চম পুরস্কার: ৩,১২০ জন
মোট: ৩,৫৮৮ জন
উল্লেখ্য যে, এই তথ্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সঠিক। ভবিষ্যতে পুরস্কারের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
প্রাইজবন্ডের নাম্বার কত সংখ্যা বিশিষ্ট হয় এবং এর বিশেষত্ব কি
প্রাইজবন্ডের নাম্বার সাত সংখ্যা বিশিষ্ট হয়। এর বিশেষত্ব হলো :
• প্রথম সংখ্যাটি অবশ্যই শূন্য (০) হতে হবে।
• পরবর্তী ছয়টি সংখ্যা ০ থেকে ৯ এর মধ্যে যেকোনো সংখ্যা হতে পারে।