১১১তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা
প্রাইজবন্ডের ১১১তম ড্র অনুষ্ঠিত হয়েছে ৩০শে এপ্রিল। এইবার ৭৩টি প্রথম পুরুস্কার সহ মোট পুরুস্কারের সংখ্যা ৩৩৫৮টি।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সার্ভিস ব্যবহার করে ১১১তম ড্র'তে একজন ২য় পুরুস্কার (৩ লাখ ২৫ হাজার টাকা) বিজয়ী হয়েছেন। অভিনন্দন মি. রেজানুর রহমান
৩য় পুরস্কার (১ লাখ টাকা) বিজয়ী হয়েছেন দুই জন। অভিনন্দন মি. মামনুর রশিদ এবং মি. গোলাম সরোয়ার।
এ ছাড়া ৫ম পুরুস্কার পেয়েছেন ২২জন। যারা এবার বিজয়ী হন নাই, পরবর্তী ড্র'র জন্য শুভ কামনা।