১১৩তম ড্র'তে ২য় পুরস্কার বিজয়ী জনাব রাশেদুল হাসানের পরিচয়

জনাব রাশেদুল হাসানের জন্ম পাবনা জেলার সদর থানায়। এস এস সি পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু অর্থাভাবে ইন্টারমিডিয়েট পরিক্ষা দেয়া হয়ে উঠে নাই। নেমে পড়েন কর্মক্ষেত্রে, ধরতে হয় সংসারের হাল।
পেশায় তিনি একজন ব্যবসায়ী। থাকেন পাবনাতে, পরিচালনা করেন সরিষা তেলের কারখান।
পেশায় ব্যবসা হলেও নেশা তাঁর প্রাইজবন্ড সংগ্রহ করা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।
প্রাচুর্য ডট কমের পক্ষ থেকে আপনাকে আমরা জানি অভিনন্দন।
দ্বিতীয় পূরস্কার বিজয়ীর জনাব রাশেদুল হাসানের সাথে ফোনালাপঃ
১১৩তম ড্র'তে ২য় পুরস্কার বিজয়ী জনাব কাজী মোঃ শাফায়েত হোসেনর পরিচয়

জনাব কাজী মোঃ শাফায়েত হোসেনর জন্ম ঢাকাতে। বেড়ে উঠা এই ঢাকা শহরেই। ঢাকার একটি স্বনামধন্য প্রাইভেট ভার্সিটি থেকে এম বি এ ডিগ্রী অর্জন করেন। চাকুরী করেন ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে এডমিন অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১১৩তম প্রাইজবন্ড ড্র'তে প্রাচুর্য ডট কম" এর সার্ভিস ব্যবহার করে ২য় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁর প্রাইজবন্ডের নাম্বার খচ ০৭২৬২০১ । আভিনন্দন জানাই আপনাকে।