প্রাইজবন্ড শরিয়ত সম্মত কি না?
প্রাইজবন্ড কি হালাল?
-
লটারি জুয়ার সমান। লটারীতে একজন লাভবান হয়, বাকী সবাই নিঃস্ব হয়। প্রাইজবন্ডে কেহ কেহ লাভবান হয়, তবে অন্য কেহ নিঃস্ব হয় না। প্রাইজবন্ড যারা কিনছেন তারা সবাই নিজ নিজ মূলধন ফেরত পাবেন।
- সরকার হতে প্রদত্ত যেকোন সুযোগ সুবিধা জনগণের জন্য হালাল।
- সরকার হতে প্রদত্ত যেকোন সুযোগ সুবিধা জনগণের জন্য হালাল।
এই বিবেচনায় প্রাইজবন্ড কেনা বা প্রাইজবন্ডের পুরস্কার গ্রহন করা জায়েজ।