কীভাবে অনলাইনে প্রাইজবন্ড ক্রয় করা যায়?
এক দশক আগেও উপহার বা পুরস্কার হিসাবে প্রাইজবন্ডের ব্যবহার খুবই প্রচলিত ছিল। তবে মুদ্রাস্ফীতির প্রভাবে এখন বেশিরভাগ মানুষের কাছে ১০০ টাকার প্রাইজবন্ড মূল্যহীন মনে হয়ে থাকে। শরিয়াভিত্তিক ইসলামি ব্যাংক ছাড়া যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে সরাসরি প্রাইজবন্ড কেনা যায়। তবে এক্ষেত্রে অভিযোগ আছে যে ব্যাংকগুলো প্রাইজবন্ড বিক্রয় করতে চায় না।
প্রাইজবন্ড বিক্রয়ে ব্যাংকের অনাগ্রহ কেন?
প্রাইজবন্ডের বিক্রয় মূল্য ১০০ টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংককে ১০০ টাকা দিয়েই প্রাইজবন্ড ক্রয় করতে হয়। ১০০ টাকা দিয়ে ক্রয় করে ১০০ টাকাতে বিক্রয় করাতে ব্যাংকগুলোর কোনো মুনাফা থাকে না। উপরন্তু ব্যাংকের একজন কর্মকর্তাকে নিয়োজিত থাকতে হয়, এসবের স্টক মেইন্টেইন করা সহ যাবতীয় হিসাব নিকাশ করার কাজে। একদিকে মুনাফা ছাড়া প্রাইজবন্ড বিক্রয় করতে হয় অন্যদিকে বেতনভুক্ত একজন কর্মকর্তাকে নিয়োজিত রাখতে হয়, তাই হয়তবা এই অনাগ্রহ।
অনলাইনে প্রাইজবন্ড কেনা:
বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত কোন সরাসরি অনলাইন প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি প্রাইজবন্ড কিনতে পারবেন। তবে, কিছু অনলাইন মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি বিক্রেতাদের সাথে যোগাযোগ করে প্রাইজবন্ড কিনতে পারবেন।
অনলাইনে প্রাইজবন্ড কেনা বেচার মার্কেট প্লেস
২০১৮ সালের আগ পর্যন্ত অনলাইনে প্রাইজবন্ড ক্রয় করার কোনো ব্যবস্থা ছিল না। আমরাই সর্বপ্রথম এই ব্যবস্থা চালু করি। এই প্লাটফর্মে যে কেহ ক্রয়াদেশ বা বিক্রয়াদেশ দিয়ে রাখতে পারবেন, যারা ক্রয়াদেশ বা বিক্রয়াদেশ দিয়ে রেখেছেন তাদের সাথে ফোনে বা এ-মেইলে যোগাযোগ করে কেনা বেচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা কোনো প্রকার প্রাইজবন্ড ক্রয় বা বিক্রয় করি না, শুধু মাত্র ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ ঘটিয়ে দেই। এই প্রক্রিয়াটি আমাদের একটি ভ্যালু অ্যাডেড সার্ভিসের অন্তর্ভুক্ত। তবে শর্তমতে যেকোনো ভ্যালু অ্যাডেড সার্ভিস গ্রহণের জন্য সাইনআপ করা জরুরি। এই মার্কেট প্লেস চালুর পর থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি জন সাধারণের মধ্যে। ভবিষ্যতে এই মার্কেট প্লেসকে আরো আকর্ষণীয় করে সাজানোর পরিকল্পনা আমাদের রয়েছে।
অনলাইন মার্কেটপ্লেসে কেনার প্রক্রিয়া:
১। বিক্রয়কদের সাথে যোগাযোগ:
○ বিক্রয়ককারীদের তালিকা দেখুন এবং তাদের সাথে যোগাযোগ করুন।
○ প্রাইজবন্ডের মূল্য, লেনদেনের পদ্ধতি এবং অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করুন।
২। কেনার অর্ডার:
○ কিছু মার্কেটপ্লেসে, আপনি কেনার অর্ডার দিতে পারবেন।
○ বিক্রেতারা আপনার অর্ডারের সাথে একমত হলে আপনার সাথে যোগাযোগ করবে।
৩। লেনদেনের পদ্ধতি:
○ নগদ: বিক্রেতার সাথে সরাসরি দেখা করে নগদ টাকায় লেনদেন করতে পারবেন।
○ মোবাইল ব্যাংকিং:বিক্রেতার মোবাইল নম্বরে টাকা পাঠিয়েও লেনদেন করতে পারবেন।
৪. সতর্কতা:
◘ প্রতারণা:
○ অনলাইনে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে।
○ লেনদেন করার আগে বিক্রেতা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন।
◘ নিরাপত্তা:
○ প্রাইজবন্ডের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করুন।
○ লেনদেনের প্রমাণ সংরক্ষণ করুন।