১১০তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা
প্রাইজবন্ডের ১১০তম ড্র অনুষ্ঠিত হয়েছে ৩১শে জানুয়ারী। এইবার ৭২টি প্রথম পুরুস্কার সহ মোট পুরুস্কারের সংখ্যা ৩৩১২টি।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সার্ভিস ব্যবহার করে ১১০তম ড্র'তে একজন প্রথম পুরুস্কার (৬ লাখ টাকা) বিজয়ী হয়েছেন। অভিনন্দন মি. আল আমিন।
৩য় পুরস্কার (১ লাখ টাকা) বিজয়ী হয়েছেন দুই জন। অভিনন্দন মি. অরুপ সরকার এবং মি. ইমাম হাসান জাহিদ।
৪র্থ পুরস্কার বিজয়ী হয়েছেন (৫০ হাজার টাকা) দুই জন। অভিনন্দন মি. এ এস এম লোকমান এবং মি. অপূর্ব কুমার ভৌমিক।
এ ছাড়া ৫ম পুরুস্কার পেয়েছেন অনেকে। যারা এবার বিজয়ী হন নাই, তাদের জন্য পরবর্তী ড্র'র জন্য শুভ কামনা।
