প্রাইজবন্ডের নাম্বার কি ডিলিট করা যায়? ।। How to Delete Prize Bond Number?
প্রাচুর্য ডট কমে এন্ট্রি করা প্রাইজবন্ডের নাম্বার ডিলিট করা যায় এবং পুনরায় এন্ট্রি করা যায়। ধরুন আপনার ব্রোঞ্জ প্যাকেজের জন্য সাবস্ক্রিপশন নেওয়া আছে। ব্রোঞ্জ প্যাকেজের এন্ট্রি লিমিট ১০০টি। এই ১০০টি নাম্বার যতবার ইচ্ছা ডিলিট করতে পারবেন এবং নতুন করে একই নাম্বার অথবা ভিন্ন ১০০টি নাম্বার এন্ট্রি করতে পারবেন। এই ১০০টি নাম্বার বারে বারে এন্ট্রি করতে পারবেন অর্থাৎ আজকে ১০০টির জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন এবং ১০টি নাম্বার এন্ট্রি করেছেন, বাকি ৯০টি নাম্বার পরে যেকোনো দিনে এন্ট্রি করতে পারবেন।

প্রাইজবন্ডের নাম্বার ডিলিট করার জন্য “আমার প্রাইজবন্ড” মেন্যুতে ক্লিক করতে হবে। নিচের দিকে আপনার এন্ট্রি করা সব প্রাইজবন্ডের লিস্ট দেখা যাবে। প্রাইজবন্ডের নম্বরের বামদিকে চেক বক্সে একটি একটি করে টিক চিহ্ন দিয়ে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। একটি পপ আপ ওপেন হবে, সেখানে ডিলিট বাটনে ক্লিক করলেই সিলেক্ট করা নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে এবং সবুজ রঙের একটি নোটিফিকেশন শো করবে।

সবগুলো নাম্বার একসঙ্গে ডিলিট করতে চাইলে, "সিলেক্ট অল" বাটনে ক্লিক করুন এবং তারপর ডিলিট বাটনে ক্লিক করুন।
আপনার কাছে যদি অনেক সিরিজের অনেকগুলো প্রাইজবন্ড থাকে এবং কোন একটি নির্দিষ্ট সিরিজের নাম্বার ডিলিট করতে চাইছেন। এক পেজে সবগুলো নাম্বার দেখা যাবে যায় না, কত নাম্বার পেজে কোন সিরিজের নাম্বার আছে বুঝা অনেক কষ্টকর। তখন আপনাকে "সিলেক্ট সিরিজ" বাটনে ক্লিক করে সিরিজটি সিলেক্ট করবেন, তাহলে এই সিরিজের সবগুলো নাম্বার একসাথে দেখতে পারবেন এবং চেকবক্সে টিক চিহ্ন দিয়ে ডিলিট বাটনে ক্লিক করবেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রি প্যাকেজ ইউজারের প্রোফাইলে প্রাইজবন্ড নম্বরের বামদিকে চেকবক্স থাকে না। অর্থাৎ ফ্রি প্যাকেজ ইউজার চেকবক্সে টিক চিহ্নও দিতে পারবেন না এবং নাম্বার ডিলিটও করতে পারবেন না। ফ্রি প্যাকেজে একটু লিমিটেশন তো থাকবেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।