ভাগ্যবঞ্চিত প্রাইজবন্ড বিজয়ী
টাকা তুলতে ঝামেলা নাকি অসচেনতা?
ভাগ্য দেবতা স্বয়ং এসেছিলেন তার প্রসাদ ডালা নিয়ে, কিন্তু যার জন্য এসেছিলেন তিনি তখন ঘুমিয়ে। স্বাগত জানাতে পারেননি। এই দশাই যেন হচ্ছে প্রাইজবন্ড বিজয়ীদের বেলায়।
আমাদের সার্ভারে যত তথ্য আছে, (৭ই জুন ২০২২ অনুযায়ী) তার মধ্যে ২৫৮টি বিজয়ী হবার প্রমান পাওয়া গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিযয় হচ্ছে যে যখন তারা নাম্বারগুলো এন্ট্রি করেছেন তার বহু আগেই এর আবেদনের মেয়াদ (দুই বছর) পার হয়ে গেছে। অবাক করা তথ্য হলো এই সংখ্যা নেহাতই কম নয়। শতকরা হিসাবে ৭২.৮৭%। প্রাইজমানির পরিমান ৭৫,৫০,০০০ টাকা।
পুরস্কার গ্রহীতার হার ২৭.১৩%। আমাদের প্রচেষ্টা সফল হলে উত্তোরত্তোর পুরস্কার গ্রহীতার হার অনেক বেড়ে যাবে।
পুরস্কারের টাকা না তোলার মূল কারণ ঝামেলা নয় বরং এইটি আসচেনতা বা সঠিক ইনফরমেশনের অভাব।