প্রাইজবন্ড পুরস্কার কি সবাই পায়?
প্রাইজবন্ডের পুরস্কার সবাই পায় না, কেননা প্রতি ১০ লাখ নাম্বারের বিপরীতে পুরস্কার পায় মাত্র ৪৬টি নাম্বার। কিন্তু অনেকেই পায়। বিজয়ী হয়েও পুরস্কারের টাকা তুলতে পারেন না এমন ভাগ্য বঞ্চিত বিজয়ীর সংখ্যা নেহাতই কম না। শুধুমাত্র ২০২২ সালে ৪টি ড্র'র বিপরীতে বিজয়ী হয়েছে ১২,৬০৪ টি বন্ড, যার প্রাইজমানির পরিমান ৪৪,৫২,৫০,০০০ টাকা।
প্রাইজবন্ড পুরস্কার কি সাধারণ মানুষ পায়?

অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারনা আছে যে প্রাইজবন্ড পুরস্কার সাধারণ মানুষ পায় না। এই ধাবনাটি একেবারেই ঠিক নয়। এই ভ্রান্ত ধারনা দূর করার জন্য, আমাদের ওয়েব সাইট যারা ব্যবহার করে যারা বিজয়ী হয়েছেন, আমরা তাদের ছবিসহ নাম, কততম ড্র ও প্রাইজমানির পরিমান প্রকাশ করেছি ।
কেবলমাত্র আমাদের ওয়েব সাইটের রেজিস্টার্ড ইউজার লগইন করে এই তথ্য দেখতে পারবেন Meet Winner's ট্যাবে।
আমরা বিশ্বাস করি আমাদের এই তথ্য মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে সহায়তা করবে। সরকারের প্রাইজবন্ড প্রোজেক্টিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।